হাতীবান্ধা সীমান্তে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্ত থেকে ফজলুল হক নামের এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বুধবার রাতে ভারতের ফুলবাড়ী ক্যাম্পের বিএসএফের সদস্যরা বাংলাদেশের ভেতর প্রবেশ করে ৮৯৩ নং মেইন পিলারের সাবপিলার ০৭ সংলগ্ন এলাকায় তাকে আটক করে নিয়ে যায়। এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গতকাল দুপুরে কোম্পানি পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী সাতদিন সীমান্ত পরিস্থিতি পর্যালোচনার পর বিএসএফ ওই যুবককে ফেরত দেবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
হাতিবান্ধা উপজেলার উত্তর সিঙ্গিমারী গ্রামের ছকির উদ্দিন ওরফে বেনামির ছেলে ফজলুল হককে বুধবার রাতে মাছ ধরার সময় ওই সীমান্ত থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। এ নিয়ে স্থানীয় সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিঙ্গিমারী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শাহ আলম সাংবাদিকদের জানান, বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবককে ফেরতের লক্ষ্যে গতকাল দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি পর্যায়ে ৮৯৩ নং মেইন পিলার এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ফুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস, কে রাম। অপর পক্ষে বিজিবির বড়খাতা কোম্পানি কমান্ডার আঃ আজিজ। দীর্ঘ দেড় ঘণ্টা অনেক দেনদরবারের পরও ভারতের সীমান্তরক্ষী বাহিনী যুবককে ফেরত দেয়নি। আগামী সাতদিন সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করে দেখার পরে বাংলাদেশী যুবককে বিজিবির হাতে ফেরত দেয়ার কথা জানিয়েছে বিএসএফ।
এদিকে ফজুলল হকের বাবা ছকির উদ্দিন জানান, তার ছেলে ফজলুকে বিএসএফ ধরে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করছে। সাতদিন পর তার ছেলে জীবিত আসবে, না মৃত আসবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।

No comments

Powered by Blogger.