একই স্থানে বিএনপি আওয়ামী লীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি

নাটোরের বড়াইগ্রামে একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি হয়েছে। গত শুক্রবার গভীর রাতে স্থানীয় প্রশাসন এ সিদ্ধান্ত নেওয়ায় গতকাল জেলা বিএনপি এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক জানান, গত বছরের ৮ অক্টোবর বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান সানাউল্ল্লাহ নুর বাবুকে উপজেলার বনপাড়া বাজারে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়।

বাবু হত্যার প্রথম বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বনপাড়ার বিভিন্ন স্থানে স্মরণসভা আয়োজনের চেষ্টা করে ব্যর্থ হয় স্থানীয় বিএনপি। পরে বড়াইগ্রাম পৌরসভা প্রাঙ্গণে স্মরণসভার আয়োজন করে তারা। এ জন্য পৌর কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করা হয়। পুলিশ প্রশাসনও সমাবেশের অনুমতি দেয়।
উদ্ভূত পরিস্থিতিতে বড়াইগ্রাম পৌরসভা মাঠে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় উপজেলা প্রশাসন গত শুক্রবার রাত ১টার দিকে জনসভাস্থলে ১৪৪ ধারা জারি করে শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে।

No comments

Powered by Blogger.