চীনে সড়ক দুর্ঘটনায় ৩৫ ছাত্রসহ নিহত ৫৬

চীনে গত শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৫৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক ডজন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৫ জন কলেজছাত্র। সরকারি বার্তা সংস্থা এ কথা জানিয়েছে।সরকারি কর্মকর্তারা জানান, সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছে রাজধানী বেইজিংয়ের কাছে তিয়ানজিন বন্দরনগরীতে। যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অন্য একটি গাড়ির প্রচণ্ড গতিতে ধাক্কা লাগে। এতে বাসটি রাস্তার ওপরই উল্টে যায়। বাসে ৫৫ জন যাত্রী ছিল। এদের বেশির ভাগই কলেজছাত্র। শুক্রবার ছিল সপ্তাহব্যাপী জাতীয় ছুটির শেষ দিন। ছুটি কাটিয়ে ছাত্ররা সেদিন কলেজে ফিরছিল। এ ঘটনায় আহত হয়েছে ১৯ জন।

পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে ২৪টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। প্রচণ্ড কুয়াশা থাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয় ১০ জন। এ ছাড়া কেন্দ্রীয় হেনান প্রদেশে একটি ট্রাক ও ভ্যানের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে আরো ১১ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাবি্লউএইচও) হিসাবে, চীনে বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় এক লাখ লোক মারা যায়। আহত হয় পাঁচ লাখের মতো। সরকারি হিসাবে, গত বছর চীনে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৬৫ হাজার লোক নিহত হয়েছে। আহত হয়েছে আড়াই লাখেরও বেশি।
সূত্র : বিবিসি, গার্ডিয়ান।


No comments

Powered by Blogger.