প্রথম দিনের পরীক্ষায় চতুর্থ শিফটে বিলম্ব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ছিল শতকরা ৯০ ভাগ। তবে পরীক্ষার চতুর্থ শিফটের এক সেট প্রশ্নপত্রের কিছু প্রশ্ন তৃতীয় শিফটের প্রশ্নপত্রে ভুলক্রমে থেকে যাওয়ায় নির্ধারিত সময়ের কিছু পরে চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে তাৎক্ষণিক নতুন এক সেট প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয় বলে জানা গেছে।

গতকাল 'ক' ইউনিটে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভর্তি পরীক্ষা হয়। চতুর্থ শিফটের পরীক্ষায় দেরি হওয়ার ব্যাপারে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ভুলবশত চতুর্থ শিফটের কিছু প্রশ্নপত্র তৃতীয় শিফটের পরীক্ষায় ব্যবহার করা হয়েছে। তাই চতুর্থ শিফটে ওই প্রশ্নপত্র দিয়ে আর পরীক্ষা নেওয়া হয়নি। তবে এ কারণে ভর্তীচ্ছুদের কোনো রকম ভোগান্তিতে পড়তে হবে না।
উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর বলেন, পরীক্ষা পদ্ধতি স্বচ্ছ রাখার জন্যই নতুন প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.