ইসলামী ছাত্রী সংস্থার ১৩ কর্মী আটক, প্রেসক্লাবে অবরুদ্ধ আরও অনেকে by উর্মি মাহবুব ও নূর মোহাম্মদ

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ইসলামী ছাত্রী সংস্থার ১৩ কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। তারা হলেন- জোসনা বেগম (৫০), ফাতেমা এবং সাদিয়া।
এছাড়া আটক করা হতে পারে এমন শঙ্কা থেকে প্রেসক্লাব থেকে বের হচ্ছেননা সংগঠনটির বেশ কিছু নেতা-কর্মী। প্রেসক্লাবের নিচতলা থেকে উপরের দিকেও কাউকে যেতে দেওয়া হচ্ছেনা।
শনিবার বিকেল সাড়ে ৩টা নাগাদ জাতীয় প্রেস ক্লাবের পশ্চিম গেট সংলগ্ন এলাকা থেকে ছাত্রী সংস্থার কর্মীদের আটক করে র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা।

এর মধ্যে ২ জনকে র‌্যাব ও বাকিদেরকে আটক করে পুলিশ। তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

নারী অধিকার আন্দোলনের উদ্যোগে প্রেসক্লাবে আয়োজিত গোল টেবিল বৈঠকে যোগ দিতে এসেছিলেন তারা।

আটক অভিযানে থাকা এক র‌্যাব কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, উপরের নির্দেশ ছিল গোলটেবিল বৈঠক শেষে তাদের আটক করার। আমরা তাই করেছি। তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও পুলিশ সূত্রের দাবি।

এর আগে ১৭ ডিসেম্বর মগবাজারে ইসলামী ছাত্রী সংস্থার কার্যালয় থেকে তাঁদের ২০ কর্মীকে গ্রেপ্তার করা হয়। আর এসব কর্মীর ওপর নির্যাতনের প্রতিবাদ ও মুক্তির দাবিতে এ গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে।

No comments

Powered by Blogger.