অশোকা চক্র সম্মাননা দেওয়ার দাবি বিজেপির

দিল্লিতে গণধর্ষণের শিকার তরুণীকে 'অশোকা চক্র' সম্মাননা দেওয়ার দাবি করেছে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দেশটির বেসামরিক নাগরিকদের সাহসিকতার ওপর সর্বোচ্চ পুরস্কার এটি। প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি দিয়ে এ দাবি জানিয়েছেন বিজেপির দিল্লি শাখার সভাপতি বিজেন্দার গুপ্ত। গতকাল বুধবার চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ওই তরুণী তাঁর সাহসিকতায় 'পুরো জাতিকে উজ্জীবিত করেছেন।' তাই প্রজাতন্ত্র দিবসে তাঁকে মরণোত্তর অশোকা চক্র সম্মাননা দেওয়া হোক।
ভারতের সবচেয়ে কম বয়সী হিসেবে নির্জা ভানত অশোকা চক্র পেয়েছেন। তাঁর উদাহরণ টেনে গণধর্ষণের শিকার ওই তরুণীকে পুরস্কার দেওয়ার গুরুত্ব তুলে ধরেন বিজেন্দার।
নির্জা একটি বিমানে চাকরি করতেন। ১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বর ছিনতাইকারীদের হাত থেকে বিমানের যাত্রীদের বাঁচাতে গিয়ে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ২৩ বছর। সূত্র : হিন্দুস্তান টাইমস।

No comments

Powered by Blogger.