দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা নতুন বই পেল

বছরের প্রথম দিনেই সারা দেশের শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দ করছে। সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন স্কুলের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা এতদিন শুধু অন্যদের আনন্দের ভাগিদার হতো।
তবে এবার বছরের দ্বিতীয় দিনেই দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা হাতে পেল নতুন ব্রেইল বই। ফলে এবার তারাও নতুন বইয়ের স্বাদ ও গন্ধ উপভোগ করার সুযোগ পেল। জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে গতকাল বুধবার আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা দৃষ্টিপ্রতিবন্ধীদের হাতে ব্রেইল বই তুলে দেন। সমাজসেবা অধিদপ্তরের নিজস্ব ব্রেইল প্রেস থেকে এসব বই প্রকাশ করা হয়েছে।
বই হাতে পাওয়া সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোফায়েল মিয়া বলে, ‘নতুন বই হাতে পেয়ে অনেক ভালো লাগছে। আগে শুধু পুরান বই পড়তাম। এবার সব বই নতুন পড়ব।’
নতুন বই পেয়ে নরসিংদী থেকে আসা চতুর্থ শ্রেণীর মহাদেব চন্দ্র বর্মণ ও পঞ্চম শ্রেণীর সুজন মিয়ার মুখেও হাসি ফুটেছে।
দিবসটি উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা রক্তদান কর্মসূচি, শোভাযাত্রাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করে।
বিকেলে সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রীর সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী সমাজসেবা অধিদপ্তরের জনবল-সংকটের বিষয়টি সুরাহার ওপর গুরুত্ব দেন।
গতকালের বিভিন্ন আনুষ্ঠানিকতায় সমাজসেবা অধিদপ্তরের জনবল-সংকট এবং প্রকল্প ও রাজস্ব খাতের কর্মীদের পাল্টা মামলার কারণে অধিদপ্তরের কর্মকর্তাদের পদোন্নতি আটকে যাওয়ার বিষয়টি প্রাধান্য পায়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস, অধিদপ্তরের মহাপরিচালক নাছিমা বেগম, সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জেবুন্নেছা হক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবীর প্রমুখ আলোচনায় অংশ নেন।

No comments

Powered by Blogger.