গুলশান এক্সচেঞ্জের ৭০০ টেলিফোন বিকল

কেব্ল চুরির কারণে গুলশান এলাকার প্রায় ৭০০ টেলিফোন গত মঙ্গলবার থেকে বিকল হয়ে পড়েছে। মহাখালী তিতুমীর কলেজের বিপরীত দিকের ম্যানহোল থেকে ১২০০ জোড়ার প্রায় ২২৫ মিটার ভূগর্ভস্থ প্রাইমারি কেব্ল চুরি হয়ে যায়।
এতে বনানী ২ নম্বর সড়ক ও বনানী ন্যাম ভবন এলাকার টেলিফোনগুলো অকেজো হয়ে পড়ে।
এরই মধ্যে কেব্ল প্রতিস্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। আশা করা যায়, আগামী তিন-চার দিনের মধ্যে টেলিফোনগুলো পুনরায় চালু করা সম্ভব হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বিজ্ঞপ্তি।

No comments

Powered by Blogger.