পাল্টে যাবে নগরের চেহারা by আবদুচ ছালাম

চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রথম আলো: নতুন বছরে আপনাদের কী পরিকল্পনা আছে? আবদুচ ছালাম: আমরা আরও চারটি প্রকল্প হাতে নিয়েছি, যাতে চট্টগ্রাম মহানগরের যোগাযোগব্যবস্থা সহজ হয়। প্রকল্পগুলো একনেকে অনুমোদনের অগ্রাধিকার ভিত্তিতে প্রথম তালিকায় আছে।
প্রথম আলো: একনেকে কবে নাগাদ অনুমোদন পেতে পারে?
আবদুচ ছালাম: পরিকল্পনা কমিশনে প্রকল্পগুলো অগ্রাধিকারভিত্তিক তালিকার ১ নম্বরে আছে। মন্ত্রণালয় তা অনুমোদন দিয়েছে। প্রি-একনেকেও অনুমোদন পাওয়া গেছে। আমার মনে হয়, একনেকে অনুমোদন পেতে আর বেশি দেরি হবে না।
প্রথম আলো : অনুমোদন পেলে কাজ কখন শুরু করবেন?
আবদুচ ছালাম: যদি অনুমোদন পাওয়া যায় চলতি বছরে কাজ শুরু হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। একনেকে অনুমোদন হলে আমরা দেরি করব না। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে নগরের চেহারা পাল্টে যাবে।

No comments

Powered by Blogger.