বলিউড ২০১২- হিটের রেকর্ড গড়ার বছর

২০১২ সাল ছিল বলিউডের জন্য আশীর্বাদ। বদলে যাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে ২০১২। বিকল্পধারার ছবি জনপ্রিয়তা পেয়েছে, এমনকি ১০০ কোটির ওপর আয় করেছে। নয়টি ছবি ১০০ কোটি রুপির তালিকায় শামিল হয়েছে, যা একটি রেকর্ড।
এবারের জুরি বোর্ড গলদঘর্ম হবেন শ্রেষ্ঠ তালিকা খুঁজে বের করতে

১০ জনপ্রিয় গান
১. চিকনি চামেলি (অগ্নিপথ)
২. ফেভিকল সে (দাবাং ২)
৩. সাঁসে (জাব তাক হ্যায় জান)
৪. মাশাল্লাহ (এক থা টাইগার)
৫. জি লে জারা (তালাশ)
৬. চিন তা তা চিতা চিতা (রাউডি রাঠোড়)
৭. পানি দা (ভিকি ডোনার)
৮. তুমি হি বন্ধু (ককটেল)
৯. ডিসকো সং (স্টুডেন্ট অব দ্য ইয়ার)
১০. পুঙ্গি (এজেন্ট বিনোদ)

১০ ব্যবসাসফল চলচ্চিত্র
১. এক থা টাইগার ২. দাবাং ২ ৩. রাউডি রাঠোড় ৪. অগ্নিপথ ৫. জাব তাক হ্যায় জান ৬. বরফি
৭. হাউসফুল ৮. সন অব সরদার
৯. বোলবচ্চন ১০. তালাশ
(ভারতীয় বক্স অফিসে সর্বাধিক আয়ের ভিত্তিতে)
এ ছাড়া ও মাই গড, ককটেল, রাজ থ্রি, খিলাড়ি ৭৮৬, স্টুডেন্ট অব দ্য ইয়ার, কাহানি, ইশাকজাদে, জান্নাত ২, ভিকি ডোনার, ইংলিশ ভিংলিশ, এক ম্যায় ঔর এক তু, গ্যাংস অব ওয়েসিপুর, গ্যাংস অব ওয়েসিপুর ২, পান সিং তোমার, ১৯২০ ইভিল রিটার্নস, কেয়া সুপার কুল হ্যায় হাম, হিরোইন, জিসম ২, ফেরারি কি সাওয়ারি, তেরে নাল লাভ হো গ্যায়া প্রযোজকের মুখে হাসি ফুটিয়েছে।

১০ সমালোচকপ্রিয় চলচ্চিত্র
১. পান সিং তোমার ২. ভিকি ডোনার
৩. বরফি ৪. কাহানি ৫. মাখখি
৬. ইংলিশ ভিংলিশ ৭. চিটাগং
৮. গ্যাংস অব ওয়েসিপুর ৯. গাট্টু ১০. গ্যাংস অব ওয়েসিপুর ২
এ ছাড়া বাম্বু, জিন্দেগি তেরে নাম, লাভ-রিংকল ফ্রি, ইয়ে খুলা আসমান, চক্রব্যূহ, ও মাই গড, আই অ্যাম টুয়েন্টি ফোর সমালোচকদের সমর্থন কুড়িয়েছে।

এক নজরে
 বিয়ে ২০১২: কারিনা কাপুর-সাইফ আলী খান, বিদ্যা বালান-সিদ্ধার্থ রায় কাপুর, জেনেলিয়া ডি সুজা-রিতেশ দেশমুখ, এষা দেউল-ভারত তাখতানি
 বিচ্ছেদের গুঞ্জন: কারিশমা কাপুর-সঞ্জয় কাপুর, কঙ্কণা সেন শর্মা-রণবীর শোরে
 আলোচিত সন্তান: আরাধ্য বচ্চন
 সন্তান ’১২: লারা দত্তর মেয়ে, শিল্পা শেঠির ছেলে, সেলিনা জেটলির যমজ সন্তান, অমৃতা অরোরার ছেলে, টুইংকল খান্নার মেয়ে
 অভিনয়ে ফেরা: শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, মনীষা, রাভিনা, কারিশমা, সোনালি, টাবু, মাহিমা, প্রীতি, রানী
 অসুস্থতা: মনীষা কৈরালার ক্যানসার
 অপ্রত্যাশিত সাফল্য: ও মাই গড, ককটেল, ভিকি ডোনার, ইশাকজাদে, গ্যাংস অব ওয়েসিপুর, পান সিং তোমার
 অপ্রত্যাশিত ব্যর্থতা: জোকার, তেরি মেরি কাহানি, আইয়া, এজেন্ট বিনোদ, এক দিওয়ানা থা
 সেরা ফ্লপ: জোকার
 সর্বাধিক ছবির অভিনেতা: অক্ষয় কুমার (পাঁচটি)
 সর্বাধিক ছবির অভিনেত্রী: কারিনা কাপুর (প্রধান চরিত্রে চারটি, অতিথি চরিত্রে দুটি)
 অনুপস্থিত: ঐশ্বরিয়া রাই বচ্চন, সুস্মিতা সেন, লারা দত্ত, দিয়া মির্জা, সেলিনা জেটলি, মাধুরী দীক্ষিত, প্রীতি জিনতা, রণবীর সিং, আয়শা টাকিয়া, শিল্পা শেঠি, সানি দেওল, ফারহান আখতার
 মৃত্যু: যশ চোপড়া, রাজেশ খান্না, জসপাল ভাট্টি, মেহেদি হাসান, রাজ কাঁওয়ার, দারা সিং
 রুম্মান রশীদ খান
কোই মোই, বক্স অফিস ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, রেডিফ, ফিল্মফেয়ার অবলম্বনে

No comments

Powered by Blogger.