সালমান ম্যাজিক

সালমান খানের যে দারুণ সুসময় চলছে সে কথা বলাই বাহুল্য। গত বছর পুরোটা সময়ই বলিউড কেঁপেছে সালমান জ্বরে। দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে অভিনয় করেছেন প্রায় ৮০টি চলচ্চিত্রে।
গত ঈদে রিলিজ হওয়া সালমান অভিনীত ‘এক থা টাইগার’ বক্স অফিসে ঝড় তুলে ৩২০ কোটি টাকা ব্যবসা করেছে। বছরের শেষদিকে ২১ ডিসেম্বর মুক্তি পাওয়া দাবাং টুও বড় রকমের ব্যবসা সফল হয়েছে। ছয় দিনে ছবির আয় ছাড়িয়েছে ১০০ কোটি টাকা। এই খুশির আনন্দে নতুন মাত্রা যোগ হয়েছে গত ২৭ ডিসেম্বর। এদিন সালমান পা দিয়েছেন ৪৭-এ। ৪৭-এ নায়ক? চোখ কপালে তুলছেন? বলিউডে ৪৭-এ শুধু নায়ক নয়, হিট নায়ক হওয়া সম্ভব। তার জলজ্যান্ত প্রমাণ তিন খান। সালমান-আমির-শাহরুখ। তিনজনই সাতচল্লিশে পা দিয়েছেন এ বছর। জন্মদিনের পুরোটা সময় ভক্তদের কাছ থেকে আসা উপহার আর শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সল্লু। এর মধ্যে অবশ্য কোর্ট থেকে আসে আরেকটি স্বস্তির খবর। ২০০২ সালে পথ দুর্ঘটনার এক মামলায় এদিনই সালমানের হাজিরা দেয়ার কথা ছিল। কিন্ত আদালত জানিয়েছে আজ শুনানি হবে না। একই সাথে মুম্বাই আদালত তাকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দিয়েছে। পুরো ২০১২ সাল জুড়েই ছিল সালমানের শাসন। ২৩ বছরের ক্যারিয়ারে দাবাংই সালমানের প্রথম সিকুয়্যেল সিনেমা। ২০১০ সালে মুক্তি পাওয়া দাবাং এখনও বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমা। এই দুটি ছবিরই কাহিনী লিখেছেন দিলীপ শুক্লা। দাবাং টুর একটি আইটেম সং ‘ফেবিকল’ এ অংশ নিয়ে দারুণ আলোচিত কারিনা কাপুর। প্রথমবারের মতো পরিচালনায় নাম লিখিয়েছেন ভাই আরবাজ খান। দারুণভাবে উৎরে গিয়েছেন আরবাজ। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সালমান যখন ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে অভিনয় করেন সোনাক্ষী তখন দুই বছরের শিশু। কালের পরিক্রমায় শত্রুঘ সিনহা তনয়া এখন পুরোদস্তুর নায়িকা। তবে দাবাং ছিল তার প্রথম সিনেমা। দাবাং টুতে দর্শক এক পরিপূর্ণ নায়িকাকেই দেখতে পেয়েছে। এই ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবি দিয়েই সালমান জিতে নেন ফিল্ম ফেয়ারের ‘দ্য বেস্ট ডেব্যু এ্যাওয়ার্ড। ২০১২ সালে পর পর দুটি ব্লক বাস্টার সিনেমা মুক্তির পর স্বভাবতই প্রতিদ্বন্দ্বী আরো দুই খান অর্থাৎ শাহরুখ এবং আমিরকে ফেলে কিছুটা এগিয়ে রয়েছেন সালমান। এই তিনজনের মধ্যে বেশ আগে থেকেই একটা শীতল লড়াই চলছে এটা বলিউডবাসীর সকলেরই জানা । দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে অনেক হিট সিনেমা উপহার দিলেও বর্তমান সময়ে সবচেয়ে দুর্দান্ত সময় পার করছেন সল্লু। অবশ্য এই সাতচল্লিশে এসেও এখনও সিঙ্গেল সালমান। তাতে অবশ্য মেয়ে ভক্তদের অবশ্য খুব একটা আফসোস নেই। কারণ সালমান তো এখনও অন্য কোন রমণীর নন। অবশ্য মাঝখানে ক্যাটরিনার সঙ্গে রোমান্সের খবর চাউর থাকলেও এখন পুরোপুরি মনোযোগ দিয়েছেন অভিনয়ে। আর ফলাফল একের পর এক হিট ছবি। সব মিলিয়ে ২০১২টা ছিল সালমানের এ কথা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি খবর বেরিয়েছে চলচ্চিত্রকার রমেশ তুরানী তাঁর নতুন ছবির জন্য সালমানকে ১০০ কোটি রুপির অফার করেছেন। ঘটনা যদি সত্যি হয় তবে সালমানই হতে যাচ্ছেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা। ২০১৩ সালে সালমান যে কাউকে ছেড়ে কথা বলবেন না এ কথা বলাই বাহুল্য।
আনন্দকণ্ঠ ডেস্ক

No comments

Powered by Blogger.