যুক্তরাষ্ট্রে ফের অস্ত্রধারীর হামলা নিহত ৪

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অরোরা নগরীতে অস্ত্রধারীর হামলায় তিনজন নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে হামলাকারীও মারা যায়। গত শনিবার এ ঘটনা ঘটে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের মুখপাত্র ক্যাসিডি কার্লসন জানান, শনিবার সকালে হামলাকারী ওই বাড়িতে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ওই বাড়ি থেকে এক নারী পালিয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীকে আত্মসমর্পণ করতে অনুরোধ করে। হামলাকারী আত্মসমর্পণ না করে পাল্টা গুলি চালানো শুরু করে। পরে পুলিশ ওই বাড়ির ভেতরে কাঁদানে গ্যাস ছোড়ে এবং গুলি চালায়। প্রায় এক ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলার পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুলিশ বাড়িতে ঢুকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ পেঁৗছার এক ঘণ্টা আগে তাঁদের হত্যা করা হয় বলে জানায় পুলিশ। হামলাকারী ও নিহত ব্যক্তিরা পরস্পরে আত্মীয় বলে ধারণা ক্যাসিডি কার্লসনের।
এ এলাকাতেই গত জুলাইয়ে একটি চলচ্চিত্রের উদ্বোধনী শোতে এক অস্ত্রধারীর গুলিতে ১২ জন নিহত হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

No comments

Powered by Blogger.