৩১ ধরনের রোগে ভোগেন বিবেকানন্দ

মাত্র ৩৯ বছরের জীবদ্দশায় কমপক্ষে ৩১ ধরনের রোগে ভুগেছিলেন রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ। এ দাবি করেছেন ভারতের প্রখ্যাত বাঙালি লেখক শংকর। তাঁর 'দ্য মঙ্ক অ্যাজ ম্যান : দি আননোন লাইফ অব স্বামী বিবেকানন্দ' বইয়ে এ বিষয়ে বিশদ জানিয়েছেন তিনি।
বইটিতে স্বামী বিবেকানন্দের দেহকে 'বালাই মন্দির' হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, অনিদ্রা, লিভার ও কিডনি সমস্যা, ম্যালেরিয়া, মাথা ব্যথা (মাইগ্রেন), ডায়াবেটিস ও ফুসফুস-সংক্রান্ত জটিলতাসহ কমপক্ষে ৩১ ধরনের অসুখে ভুগেছেন বিবেকানন্দ।
বিবেকানন্দ সব সময় শারীরিক সুস্থতার ওপর জোর দিতেন। তাঁর বহুল উচ্চারিত মন্তব্য_'গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা উত্তম' সেই ইঙ্গিতই বহন করে।
বিবেকানন্দকে সবচেয়ে বেশি ভুগিয়েছে অনিদ্রা। ১৮৯৭ সালের ২৯ মে লেখক শশীভূষণ ঘোষকে দেওয়া এক চিঠিতে বিবেকানন্দ লিখেছিলেন, 'আমি আমার জীবনে কখনো বিছানায় যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমাতে পারিনি।' সূত্র : হিন্দুস্তান টাইমস।

No comments

Powered by Blogger.