ফরমালিন আমদানি ও বিক্রি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ আসছে
দেশে ফরমালিনের অপব্যবহার রোধে সরকার এর আমদানি ও বিক্রি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি) কমল কৃষ্ণ ভট্টাচার্য জানিয়েছেন, দেশে ফরমালিন বাণিজ্য এখন মুক্ত, যার যা খুশি কিনতে ও বিক্রি করতে পারে।
শিগগিরই এর পাইকারী আমদানি নিয়ন্ত্রণে কঠোর আইন আসছে। ভট্টাচার্য বলেন, মন্ত্রণালয় এ জন্য বিধিবদ্ধ আদেশ (এসআরও) জারির পরিকল্পনা করছে। তিনি বলেন, “গত সপ্তাহে আমরা ফরমালিন আমদানিকারকদের সঙ্গে বৈঠক করেছি। তাছাড়া ফরমালিন আমদানি ও বিক্রি নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ বিষয়ে আলোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও আণবিক শক্তি কমিশনসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আমরা বৈঠকে করব।”

বর্তমানে ফরমালিন আমদানি তদারক প্রসঙ্গে তিনি বলেন, “ফরমালিন আমদানি ও বিক্রি পর্যায়ে তদারকি অত্যন্ত দুর্বল। আমরা এ ধরনের রাসায়নিকের অবাধ আমদানির পাশাপাশি এর ব্যবহার নিয়ন্ত্রণ করতে চাই।”
কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে মন্ত্রণালয়ের পরিকল্পনা হলো ফরমালিন আমদানির জন্য আমদানিকারকদের অবশ্যই মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।
প্রসঙ্গত, খোলাবাজারে ইচ্ছেমতো ফরমালিন আমদানি ও কেনাবেচার সুযোগ থাকায় খাদ্যদ্রব্য সহ নানা পণ্যে মানবস্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর এ রাসায়নিকটি সহজেই ব্যবহার করতে পারছেন ব্যবসায়ীরা। সূত্র: বাসস
No comments