অতিথির জায়গা বাইরে! by শিহাব জিশান

অতিথি ঘরের লক্ষ্মী। তাই ঘরে অতিথি এলে তাঁর আপ্যায়নে কোনো কমতি হয় না, সন্তুষ্ট করতে সবার সে কী চেষ্টা। কিন্তু নগরের কোনো গাড়িওয়ালা অতিথির ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। অ্যাপার্টমেন্ট কিংবা ভবনের ঢোকার মুখেই থমকে দাঁড়াতে হয় ছোট্ট একটা নির্দেশনাফলক (সাইনবোর্ড) দেখে।


তাতে লেখা—‘অনুগ্রহ করে অতিথির গাড়ি বাহিরে রাখুন।’ অতিথির জায়গা যেন বাইরে!
নগরের বিভিন্ন আবাসিক এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ফ্ল্যাটবাড়ির ফটকে ওই নির্দেশনাফলক রয়েছে। তাই অতিথিরা বাধ্য হয়ে তাঁদের গাড়িটা বাড়ির সামনের সড়ক অথবা ফুটপাতের ওপর পার্কিং করেন। এতে পথচারীদের চলাচলে অসুবিধা হয়, কখনো কখনো ব্যস্ত সড়কের ওপর গাড়ি পার্কিং করায় লেগে যায় যানজট।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, নগরের মেহেদিবাগ এলাকার সড়কের দুই পাশের প্রতিটি বাড়ির সামনেই গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। পথচারীরাও হাঁটছেন সড়কের ওপর দিয়ে। চট্টেশ্বরী ও গোলপাহাড় মোড় থেকে আসা দুই পাশের গাড়ি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এই সড়ক ছাড়াও নগরের বিভিন্ন আবাসিক এলাকার সড়কের চিত্র একই।
মেহেদিবাগে সড়কের ওপর গাড়ি পার্কিং করে পাশের একটি ভবনে যাচ্ছিলেন ব্যবসায়ী আহমেদ শরীফ। কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘আমি চান্দগাঁও আবাসিক এলাকায় থাকি, সেখানেও একই অবস্থা। কোনো অতিথির গাড়ি ভেতরে ঢোকানো যায় না। অনেক ফ্ল্যাটের ফটকে সাইনবোর্ড না থাকলেও এটিই নিয়ম।’ এদিকে ওআর নিজাম সড়ক ও খুলশী আবাসিক এলাকায়ও একই চিত্র দেখা যায়।
অতিথির গাড়ি বাইরে কেন রাখা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক মেহেদিবাগের এক বাড়ির মালিক বলেন, ‘কেউ ফ্ল্যাট ভাড়া নিলেই তো আর নিচের গ্যারেজ ভাড়া নেওয়া হয় না। গ্যারেজের জন্য আলাদা ভাড়া দিতে হয়, এটাই নিয়ম। তাই কোনো ভাড়াটিয়ার অতিথি এলে গাড়ি বাইরেই রাখতে হয়। অবশ্য কিছু ভাড়াটিয়া গ্যারেজ ভাড়া নিলেও নিজের গাড়ি থাকায় তাঁর অতিথির গাড়ি রাখার জায়গা থাকে না।’
এ প্রসঙ্গে ওআর নিজাম সড়ক আবাসিক এলাকা কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সমপাদক আবদুল ওয়াদুদ বলেন, ‘ইচ্ছে করলেই অতিথির গাড়িটা ভেতরে রাখা যায়। কারণ একটা বাড়িতে হয়তো অতিথি আসেন দুই-তিন ঘণ্টার জন্য। তখন চাইলেই অতিথিদের গাড়ি ভেতরে রাখা যায়। কেননা বাড়ির মালিকেরাও তো গাড়ি নিয়ে বাইরে যান। এটা আসলে মানসিকতার ব্যাপার। এ জন্য সচেতনতা সৃষ্টি করতে প্রশাসনকেও এগিয়ে আসতে হবে।’
বাড়ির ভেতরে অতিথির গাড়ি পার্কিংয়ের ব্যাপারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর হাসান বলেন, ‘বাসার সামনে গাড়ি পার্কিং করা অনুচিত। অতিথি যে ভবনে আসবেন, সেই ভবনের ভেতরেই গাড়ি পার্কিং করতে হবে। অতিথির গাড়ি বাইরে রাখার নির্দেশনাসংক্রান্ত সাইনবোর্ড সরিয়ে ফেলে ভেতরেই গাড়ি পার্কিং করতে দেওয়ার জন্য কয়েক মাস আগে আমরা পত্রিকায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছিলাম। এরপর কিছুদিন তদারকিও করা হয়েছিল। তখন এই সমস্যাটা ছিল না। এখন আর সেভাবে তদারকি করতে না পারায় হয়তো আবার এসব সাইনবোর্ড লাগানো হয়েছে। শিগগির এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ নগর পুলিশের যানবাহন শাখার উপপুলিশ কমিশনার কুসুম দেওয়ান বলেন, ‘এই ব্যাপারটি আমাদের নজরে আছে। কোনো গাড়ি মূল রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। সরু রাস্তায় গাড়ি পার্কিং করতে দেওয়া হচ্ছে না।’

No comments

Powered by Blogger.