তিন নবীনের গল্প by জয়ন্ত সাহা

তিন প্রজন্মের ভালোবাসার গল্প নিয়ে অনন্য মামুনের ছবি 'কাছে এসে ভালোবাসো।' ছবির প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন আসিফ, চৈতী ও ইভা। এই তিন নবীনের গল্প লিখেছেন জয়ন্ত সাহা কলেজের তিন তরুণ পৃথ্বী, ফুল আর ফারিয়া। বয়ঃসন্ধির সময়ে তাদের অবচেতন মনে হঠাৎ একদিন অন্য রকম শিহরণ। পৃথ্বীর মনজুড়ে ফুল, ফুলও পৃথ্বীকে নিয়ে ভাবতে শুরু করে। অন্যদিকে ফারিয়ার ধ্যান-জ্ঞান হয়ে ওঠে পৃথ্বী।


পৃথ্বী আর ফুলের অকাল প্রেমের এই গল্প একদিন চাউর হয় কলেজে। অকাল প্রেম মেনে নিতে পারে না কলেজের রাশভারী প্রিন্সিপাল। কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয় তাদের। ঘটনার দায় পড়ে কলেজশিক্ষক রাজের ওপর। পরিবারও মেনে নেয় না তাদের প্রেম। হাজারো কষ্ট-বেদনার মধ্যে তারা স্বপ্ন বোনে নতুন পৃথিবীর। কিন্তু সমাজপতিদের গোয়ার্তুমি আর অন্ধ রীতিনীতিতে বীতশ্রদ্ধ দুজন নশ্বর এ পৃথিবী ছেড়ে পাড়ি দেয় নতুন পৃথিবীতে। তিন প্রজন্মের প্রেমের গল্প নিয়ে 'কাছে এসে ভালোবাসো' ছবির পৃথ্বী চরিত্রে অভিনয় করছেন আসিফ, ফুল চরিত্রে চৈতী, ফারিয়া চরিত্রে ইভা।
ছোট পর্দার অভিনেতা আসিফের মিডিয়া যাত্রা ২০০৩ সালে। ক্রিকেট নিয়ে বানানো রবির একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে। তবে আসিফের চিন্তার জগৎটা ছিল গান নিয়ে। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে বন্ধুদের নিয়ে গড়ে তুলেছিলেন ব্যান্ড 'অবয়ব'। বছর ঘুরতেই উচ্চশিক্ষার টানে সবাই দেশের বাইরে চলে গেলে গান আর করা হয়ে ওঠে না তাঁদের। একদিন ভেঙেই যায় দলটি। গানের সূত্র ধরেই আসিফ চলে আসেন রঙিন দুনিয়ায়। আসিফ জানান, 'মিডিয়ায় আসাটা হুট করেই। প্রথম বিজ্ঞাপনের পর বেশ কিছু ভালো কাজের অফার পেয়েছি। ব্যাটে-বলে মিলে যাওয়ায় আর না করতে পারিনি।' আসিফের প্রথম নাটক আরিফ খানের 'মন উচাটন।' হুমায়ূন আহমেদের নাটকে কাজ করতে পারাটাকে আসিফ তাঁর ক্যারিয়ারের সেরা অর্জন মনে করেন। প্রিয় স্যারের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আসিফ বলেন, 'দেখা হওয়ার প্রথম দিনই স্যার আমাকে খুব পছন্দ করেন। তাঁর 'নিশিকাব্য' ও 'মাঝেমধ্যে তব দেখা পাই' গল্পের নায়ক চরিত্রের জন্য আমাকেই পারফেক্ট মনে করেন। বিশ্বাস করুন, সময়টা আমার কাছে স্বপ্নের মতো ছিল। অভিনেতা-অভিনেত্রীদের কাছ থেকে সেরাটা বের করে আনতে জানেন স্যার।'
হলিক্রস কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী মার্থা ক্রিস্টিনা গোমেজকে নিয়ে লেগেছে ধুন্দুমার কাণ্ড। এই টুকুন মেয়ে কিনা সিনেমায় নাম লিখিয়েছে! বলছি 'ফুল' চরিত্রের চৈতীর গল্প। সংস্কৃতিমনা পরিবারের মেয়ে চৈতী বেড়ে উঠেছেন গান নিয়ে। ক্লাস নাইন থেকে নিয়মিত স্টেজ পারফর্ম করছেন। মাহমুদ সানীর মিঙ্ড অ্যালবাম 'হৃদয়ের গল্প'তে 'সব বেদনা' শিরোনামে একটি একক গানও ছিল তাঁর। চলচ্চিত্র দুনিয়ায় আসার গল্পটিও বেশ মজার। তাঁর মুখ থেকেই শুনি সে গল্প_'ফেইসবুকে অনন্য মামুন ভাইয়ার সঙ্গে আমার আলাপ হতো। একদিন সাহস করে তাঁকে আমার কিছু ছবি পাঠিয়ে দিলাম। আমার ছবি দেখে অফিসে ডেকে পাঠালেন আমাকে। মঞ্চনাটকে আমার পরিবারের সুনাম আছে, আমাকেও মানা করল না। ছবির গল্প শুনে আমিও সাইন করলাম।' বুদ্ধিমতী চৈতী পড়াশোনা আর মিডিয়া সামলাতে রুটিন করে নিয়েছেন। চৈতীর প্রিয় নায়ক হৃতিক রোশন। চৈতী স্বপ্ন দেখেন একদিন কাজ করবেন তাঁর স্বপ্নপুরুষের সঙ্গে। চৈতী জানান, 'ভালো গল্প পেলে ছোট পর্দায়ও নিয়মিত হতে চাই আমি।'
ফারিয়া চরিত্রের ইভার শুরুটা বেলাল আহমেদের 'অনিশ্চিত যাত্রা' ছবি দিয়ে। গ্রামের সহজ-সরল মেয়ে কুসুম চরিত্র দিয়ে শুরু করেন ক্যারিয়ার। ছোট পর্দার প্রথম কাজ দীপংকর দীপনের 'দর্শকের গল্প'। ব্র্যাক ইউনিভার্সিটির আইনের ছাত্রী ইভা কাজ করছেন সুমন আনোয়ার ও অম্লান বিশ্বাসের নাটকে। কাজ করেছেন বিজ্ঞাপনচিত্রেও। ইভা মনে করেন_এই ভুবনে টিকে থাকতে হলে ধৈর্যের কোনো বিকল্প নেই। ফিল্ম হিট না-ই বা হলো, কিন্তু সময় ও সুযোগের অপেক্ষায় থাকতে হবে। ভালো কাজ একসময় আসবেই। নায়করাজ রাজ্জাকের 'রংবাজ' রিমেক হলে 'মালা' চরিত্রটি পেলে বর্তে যাবেন ইভা। সিনিয়র আর্টিস্টদের প্রতি ইভার অনুরোধ_'নতুনদের একটু সুযোগ, একটু সহযোগিতা করেই দেখুন। এরা প্রতিদান দিতে জানে।'

No comments

Powered by Blogger.