পুতুল সমাচার by মিলুজামান

গান, উপস্থাপনা আর পড়াশোনা নিয়ে পুতুল এখন বেশ ব্যস্ত। ভালোবাসা দিবসে শানের সঙ্গে প্রকাশিত হবে তাঁর দ্বৈত অ্যালবাম 'পুতুল শান, যুগল গান'। অ্যালবাম ও অন্যান্য প্রসঙ্গ মিলিয়ে তাঁকে নিয়ে লিখেছেন মিলু জামান
২০০৬ সালে ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করার পর সোজা ঢাকায় চলে আসেন পুতুল।


নাম লেখান ক্লোজআপ ওয়ানের গানের প্রতিযোগিতায়। এরপর স্বপ্ন পূরণের জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হলো না তাঁকে। নিজের প্রতিভার স্বীকৃতি হিসেবে নাম লেখিয়ে নিলেন ক্লোজআপ ওয়ানের শীর্ষ ১০ শিল্পীর তালিকায়। সে বছরই পার্থ বড়ুয়ার সুরে ক্লোজআপ ওয়ানের শীর্ষ দশের শিল্পীদের মিঙ্ড অ্যালবাম 'হ্যালো বৃষ্টি'তে কণ্ঠ দেন তিনি। আশরাফ বাবুর লেখা 'চাঁদ' শিরোনামে সেই গানটি অনেকেই পছন্দ করেন। ক্লোজআপ ওয়ান থেকে বের হওয়ার পর সেটাই ছিল পুতুলের প্রথম গান। এরপর এন্ডু্র কিশোরের সঙ্গে মিঙ্ড অ্যালবামে 'কথা ছিল' এবং আহমেদ হুমায়নের সুরে মিঙ্ড 'হ্যালবেরীদিন'সহ আরো কয়েকটি মিঙ্ডেও কণ্ঠ দেন তিনি। তবে এসবকে ছাপিয়ে পুতুল আলোচনায় আসেন দুটি একক অ্যালবাম দিয়ে। ২০০৮ সালে গানচিলের ব্যানারে বাজারে আসে পুতুলের প্রথম একক 'সন্ধ্যা বাড়ির বারান্দায়'। অ্যালবামটি দিয়ে নিজের কণ্ঠের জানান দেন তিনি।
ঠিক দুই বছর পর ২০১০ সালে লেজার ভিশন থেকে আসে পুতুলের দ্বিতীয় একক 'মাটির পুতুল'। নিরীক্ষাধর্মী এ অ্যালবামটি বোদ্ধা ও শ্রোতা মহলে দারুণ প্রশংসিত হয়। মজার বিষয় হলো_এ অ্যালবামের সংগীত পরিচালনা করেন পুতুল নিজেই। প্রথম এককের 'বন্ধু' এবং দ্বিতীয়টির 'সাগর কূলের নাইয়া', 'পাগলী' ও 'দয়াল বাবা' শিরোনামের গানগুলোর জন্য ভালো সাড়াও পেয়েছেন। এখন নিজের প্রথম দ্বৈত অ্যালবাম নিয়ে ব্যস্ত পুতুল। অ্যালবামটিতে তাঁর সঙ্গে রয়েছেন নবীন শিল্পী শান। 'পুতুল শান যুগল গান' নামের এ অ্যালবামটি আসছে ভালোবাসা দিবসে বাজারে আসার কথা। এতে শানের সঙ্গে চারটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি একক কণ্ঠে গেয়েছেন তিনটি আর শান গেয়েছেন দুটি। আটটি মৌলিক গানের পাশাপাশি রয়েছে একটি নজরুলগীতিও। গানটি (পিয়া পিয়া) পুতুলের খুব পছন্দের! সব গানের সংগীত করেছেন শান। ছয়টি গানের সুরও তাঁর। বাকি দুটির সুর লুৎফর হাসানের।
নিজের তৃতীয় একক এ বছরের মার্চে শুরু করতে চান পুতুল। এরই মধ্যে নামও নির্বাচন করে ফেলেছেন। অ্যালবামের নাম রেখেছেন 'পুতুল গান'। এ অ্যালবামে নিজের একটি ধারা তৈরি করতে চান পুতুল। যেখানে মেলোডির পাশাপাশি হেভি মেটাল ধাঁচের গানও রাখতে চান তিনি। পুতুল বলেন, 'এ অ্যালবামে আমাকে ভিন্নভাবে খুঁজে পাবে শ্রোতা। নিজের কথা ও সুরে এটি সাজাতে চাই আমি। অ্যালবামটি নিয়ে আমার অনেক স্বপ্ন।'
বর্তমানে নতুন অ্যালবাম, স্টেজ শো, টিভি অনুষ্ঠান ও উপস্থাপনা নিয়ে ভীষণ ব্যস্ত এই শিল্পী। দেশ টিভির লাইভ সংগীতানুষ্ঠান 'কলের গান'-এর উপস্থাপনা করছেন নিয়মিত! সম্প্রতি ইউডা (ইউনিভার্সিটি অব অল্টারনেটিভ ডেভলপমেন্ট) থেকে মিউজিক বিষয়ে অনার্স কোর্স সম্পন্ন করেছেন।
এত কিছুর পাশাপাশি গান শেখার চর্চাটাও ঠিকমতো চালিয়ে যাচ্ছেন। ছয় বছর ধরে নজরুলগীতির তালিম নিচ্ছেন সুজিত মোস্তফার কাছে। এর আগে ঢাকায় আতিকুর রহমানের কাছেও শিখেছেন দীর্ঘদিন। পুতুল বলেন, 'স্বপ্নের সঙ্গে পরিশ্রমের মিশেল ঘটাতে পারলে মানুষের সব আকাঙ্ক্ষাই পূরণ হওয়া সম্ভব।'

No comments

Powered by Blogger.