এক নজরে ৪ বছর

দেশ কোন পথে সরকারের ৪ বছরের শাসন শেষে ৬০ শতাংশ মানুষ মনে করে দেশ ভুল পথে এগোচ্ছে। অথচ সরকারের প্রথম বছর শেষে পরিচালিত জরিপে এমন মত ছিল ২৯ শতাংশ মানুষের
৬০% ভুল পথে
৪০% ঠিক পথে

আগামী নির্বাচন
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হবে না বলে মনে করে ৭৬ শতাংশ উত্তরদাতা। আর এ বিষয়ে ভিন্নমত দিয়েছে ২২ শতাংশ উত্তরদাতা
৭৬% নিরপেক্ষ হবে না
২২% নিরপেক্ষ হবে

শেখ হাসিনা
প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার গত চার বছরের কার্যক্রম সম্পর্কে উত্তরদাতাদের মূল্যায়ন জানতে চাওয়া হয়েছিল। উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালো বলেছে ৬৫ শতাংশ মানুষ। এ ক্ষেত্রে ২০১১ সালের তুলনায় তাঁর অবস্থান এক শতাংশ বেড়েছে। অবশ্য ২০০৯ সালে ৭৬ ও ২০১০ সালে ৭৫ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর ভূমিকার প্রতি ইতিবাচক মনোভাব জানিয়েছিল।

খালেদা জিয়া
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে জাতীয় নেত্রী হিসেবে মূল্যায়ন প্রশ্নে ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে ৬৪ শতাংশ উত্তরদাতা। ২০১১ সালের তুলনায় ৭৩ শতাংশ থেকে এ জরিপে এই হার ৯ শতাংশ কমেছে। যদিও ২০০৯ সালের ৬৮ শতাংশ থেকে ২০১০ সালে এই ইতিবাচক মনোভাব বেড়ে দাঁড়িয়েছিল ৭৬ শতাংশে।

৫০০০
নারী-পুরুষ জনমত জরিপে অংশ নিয়েছেন। এর মধ্যে পুরুষ ২,৪৫৬ এবং নারী ২,৫৪৪ জন।
গ্রাম এলাকায় নারী-পুরুষের সংখ্যা ছিল ৩,৭৫০। শহর এলাকায় নারী-পুরুষের সংখ্যা ছিল ১,২৫০

২০১৩
সাল বা পরবর্তী সময়ে হরতাল, ভাঙচুর ও সন্ত্রাসের মতো পুরোনো রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসবে কি না এমন প্রশ্নে ৫৪ শতাংশ উত্তরদাতা বলেছে ওই পরিস্থিতি ফিরে আসতে পারে

বাংলাদেশ ভারত সম্পর্ক
আওয়ামী লীগ শাসনামলে ভারতের সঙ্গে নতুন করে প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় সম্পর্ক থেকে বাংলাদেশ লাভবান হয়নি বলে মনে করে ৪৯ শতাংশ উত্তরদাতা
৪৯% লাভবান হয়নি
৩৮% লাভবান হয়েছে

ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক
৬০ শতাংশ মানুষ ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের প্রতি বর্তমান সরকারের আচরণকে সমর্থন জানায়নি। ২৫ শতাংশ সমর্থন দিয়েছে সরকারকে
৬০% সরকারের আচরণ ঠিক না
২৫% সরকারের আচরণ ঠিক

যুদ্ধাপরাধের বিচার
মানবতাবিরোধী অপরাধের বিচারে বর্তমান সরকার যথাযথ পদক্ষেপ নিতে পারছে কি না প্রশ্নে ৪৭ শতাংশ উত্তরদাতা নেতিবাচক জবাব দিয়েছে
৪৭% সঠিক পদক্ষেপ না
৪৪% সঠিক পদক্ষেপ

ধর্মভিত্তিক রাজনৈতিক দল
গত চার বছরে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রতি মানুষের সমর্থন কমেছে। ৫৮ শতাংশ এমন রাজনীতি সমর্থন করে না
৫৮% সমর্থন নেই
৪১% সমর্থন রয়েছে

No comments

Powered by Blogger.