সাক্ষাৎকার প্রচার করায় জিনিউজের বিরুদ্ধে মামলা

গণধর্ষণের শিকার তরুণীর বন্ধুর সাক্ষাৎকার প্রচার করায় ভারতীয় সম্প্রচার মাধ্যম জিনিউজের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত শুক্রবার হিন্দি ভাষার এ টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে মামলা করা হয়।
দিল্লি পুলিশের মুখপাত্র রাজন ভগত জানান, ভারতীয় দণ্ডবিধির ২২৮-এর 'ক' ধারায় জিনিউজের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রসঙ্গত, ভারতে প্রচলিত আইন অনুযায়ী যৌন হয়রানি বা সহিংসতার শিকার কোনো নারীর পরিচয় প্রকাশ করা যাবে না। পরিচয় প্রকাশের আগে অবশ্যই ভুক্তভোগী নারী অথবা তার পরিবারের অনুমতি নিতে হবে। পুলিশ দাবি করছে, জিনিউজে প্রচারিত সাক্ষাৎকারের মাধ্যমে ওই তরুণীর পরিচয় প্রকাশ হয়ে যেতে পারে।
তবে এ বিষয়ে গণমাধ্যমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সংগঠনের এশিয়া অঞ্চলের কর্মসূচি সমন্বয়ক বব ডায়েটজ বলেন, 'মারাত্মক এ অপরাধের ঘটনার খুঁটিনাটি বিবরণ প্রকাশের ক্ষেত্রে সংবাদ মাধ্যমগুলোকে বাধা দিয়ে কর্তৃপক্ষ আসলে ওই তরুণীর অধিকার খর্ব করছে।' সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.