ছাত্রলীগ নেতাদের সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী- ক্ষমতাকে ব্যবসা নয়, সেবা করার সুযোগ হিসেবে দেখি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আদর্শ নিয়ে সংগঠন গড়ে তোলো। তাহলে পেছনের দিকে তাকাতে হবে না। অর্থসম্পদের মোহ জাগলে উন্নতি হবে না।’ তিনি বলেন, ‘ক্ষমতাকে আমরা ব্যবসা হিসেবে দেখি না। সেবা করার সুযোগ হিসেবে দেখি।’
৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল শুক্রবার গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় ছাত্রলীগের নেতারা শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শেখ হাসিনা বলেন, ‘আমরা দেখেছি, সংকটকালে অনেকে সাহসী সিদ্ধান্ত নিতে পারে না। এর কারণ হলো সম্পদের পিছুটান। যখন সম্পদ বড় হয়ে যায়, তখন আর সাহসী সিদ্ধান্ত নেওয়া যায় না।’ তিনি বলেন, ছাত্রদের একটাই সম্পদ থাকবে—তা হলো আদর্শ আর নীতি।
আওয়ামী লীগের সভানেত্রী আরও বলেন, ছাত্রলীগ আওয়ামী লীগের চেয়ে এক বছরের বড়। ছাত্রলীগের ইতিহাস বাংলারও ইতিহাস। তিনি বলেন, ‘আমি নিজেও ছাত্রলীগের নগণ্য সদস্য ছিলাম। কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই হয়নি। তবে শ্রম দিতাম। তখন এত আয়েশ করে রাজনীতি হতো না। মিছিল নিয়ে অনেক দূর হেঁটে যেতে হতো।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও আ ফ ম বাহাউদ্দিন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা: শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা গতকাল বিকেলে ধানমন্ডিতে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনে কিছুক্ষণ কাটান। এরপর নতুন কমিটির নেতারা গণভবনে শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

No comments

Powered by Blogger.