এপ্রিলে মুক্তি পাচ্ছে ‘জবস’

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জীবনকাহিনি অবলম্বনে চিত্রায়িত ‘জবস’ চলচ্চিত্রটি মুক্তি পাবে চলতি বছরের এপ্রিল মাসে। চলচ্চিত্রটির বিপণনকারী প্রতিষ্ঠানের বরাত দিয়ে গত বৃহস্পতিবার এক খবরে এ তথ্য জানিয়েছে সিএনএন।
২০১১ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস। তাঁর আত্মজীবনীনির্ভর চলচ্চিত্রে স্টিভ জবসের ভূমিকায় অভিনয় করছেন অ্যাস্টন কুচার। ওপেন রোড ফিল্মস নামের একটি প্রতিষ্ঠান এ চলচ্চিত্রটি নির্মাণ করেছে। চলতি বছরের সান ড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে ‘জবস’ চলচ্চিত্রটির উদ্বোধনী অনুষ্ঠান হবে।
জবসের ঘটনাবহুল জীবনে ১৯৭১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সময়টাকে ফুটিয়ে তুলেছেন জবস চলচ্চিত্রটির কাহিনিকার ম্যাথু হুইটলি। এ সময়ের মধ্যে স্টিভ জবস বন্ধু তাঁর স্টিভ ওজনিয়াককে নিয়ে অ্যাপল প্রতিষ্ঠা করেছেন, অ্যাপল থেকে বিতাড়িত হয়েছেন আবার অ্যাপলে ফিরে সফল প্রতিষ্ঠান হিসেবে একে দাঁড় করিয়েছিলেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জসুয়া মাইকেল স্টার্ন।
স্টিভ জবসকে নিয়ে ওপেন রোডের ‘জবস’ চলচ্চিত্রটি ছাড়াও সনি পিকচার্স আরেকটি চলচ্চিত্র তৈরি করছে যার চিত্রনাট্য লিখছেন অস্কারজয়ী চিত্রনাট্যকার অ্যারন সরকিন।

No comments

Powered by Blogger.