উবুন্টুতে চলবে স্মার্টফোন

এবার স্মার্টফোন চালাতে আসছে মুক্তি অপারেটিং সিস্টেম উবুন্ট। উবুন্টুর ব্যবসায়িক পৃষ্ঠপোষক ক্যানোনিকাল সম্প্রতি এ তথ্য জানিয়েছে। আশা করা যাচ্ছে, ৮ জানুয়ারি থেকে লাস ভেগাসে অনুষ্ঠেয় কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) মেলায় স্মার্টফোনের জন্য উবুন্টুর নতুন এ অপারেটিং সিস্টেম প্রদর্শন করা হবে। ২০১৪ সালের মধ্যে উবুন্টুচালিত স্মার্টফোন বাজারে আসবে বলেও জানা গেছে।
মুক্ত অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু ব্যবহূত হচ্ছে অনেক দিন ধরেই। তবে ডেস্কটপ ছাড়া এর আগে অন্য কোনো পণ্যের জন্য উবুন্টু ব্যবহূত হয়নি। ডেস্কটপের বাইরে এটিই প্রথম উবুন্টুর অপারেটিং সিস্টেম। প্রথম অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে উবুন্টু ব্যবহার করা যাবে। এবারই প্রথম এমন ঘোষণা এলেও গত বছর উবুন্টুর প্রতিষ্ঠাতা মার্ক সাটলওর্থ এ ধরনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সে পরিকল্পনায় ছিল ট্যাবলেট ও টিভিতেও উবুন্টু যুক্ত করার বিষয়। এ ব্যাপারে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলাপও করেছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে উবুন্টুনির্ভর টেলিভিশনের জন্য ক্লাউড প্রযুক্তির অবকাঠামো তৈরি করেছে ক্যানোনিক্যাল। ক্যানোনিক্যালের প্রধান নির্বাহী জেন সিলবার জানান, উবুন্টু বর্তমানে ডেস্কটপ সংস্করণে দারুণভাবে চলছে। আমরা উবুন্টু স্মার্টফোনে দারুণ সব সুবিধা যুক্ত করার পাশাপাশি ব্যবহারকারীদের সহজে কাজ করতে পারেন—এমন সুবিধা যুক্ত করব। নতুন এ স্মার্টফোন পেতে আগামী বছর পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে উবুন্টুপ্রেমীদের।
—বিবিসি ও এনডিটিভি অবলম্বনে কাজী আলম

No comments

Powered by Blogger.