ফিরে দেখা by ইমরান রহমান

পিয়েরি কর্নিয়েলি ১৬৮৪ খ্রিষ্টাব্ধের ১ অক্টোবর মৃত্যুবরণ করেন বিশিষ্ট ফরাসি নাট্যকার পিয়েরি কর্নিয়েলি। বিয়োগান্ত নাটকের অন্যতম প্রধান রচয়িতা ছিলেন তিনি। ফরাসি বিয়োগান্ত (ঞৎধমবফু) নাটকের প্রতিষ্ঠাতা বলা হয় তাকে। জীবনের ৪০ বছর তিনি নাটক নির্মাণ করেন। ১৬০৬ সালের ৬ জুন কর্নিয়েলি জন্মগ্রহণ করেন রুয়েনে। ১৮ বছর বয়সে তিনি আইন পড়ায় মনোযোগী হন। তার লিখিত প্রথম নাটক 'মেলিট'। এটি একটি কমেডি নাটক।

নাটকটি প্যারিসে যথেষ্ট সাড়া পায়। এরপর থেকে তিনি নিয়মিত নাটক লিখতে থাকেন। তার প্রথম ট্রাজেডি নাটক 'মিডি' ১৬৩৫ সালে মঞ্চস্থ হয়। তবে তার বিখ্যাত নাটক 'লে সিড'। কর্নিয়েলি ক্লাসিক্যাল নাটকের নিয়ম-কানুন অনুসরণ করতেন। তবে তা করতে গিয়ে ক্লাসিক্যাল ধারার সৃজনশীলতা বিনষ্ট হতে পারে এমন কিছু তিনি কখনোই সমর্থন করতেন না। তার নাটকের আবেদন সব সময় এক রকম ছিল না। উত্থান-পতন ছিল। সময়ের আরেক নাট্যকার জা রেসিন ছিলেন তার প্রতিদ্বন্দ্বী। কর্নিয়েলির নির্মিত শেষ নাটক ছিল 'সুরেনা'। ১৬৭৪ সালে এটি মঞ্চস্থ হয়। ১৬৪১ সালে কর্নিয়েলি ম্যারিডি ল্যাম্পেরিয়েরকে বিয়ে করেন। 'সুরেনা' নাটকটি মঞ্চস্থ হওয়ার পর তিনি মঞ্চ থেকে অবসর নেন। ১৬৮৪ সালের এই দিনে তিনি প্যারিসে পরলোকগমন করেন।

No comments

Powered by Blogger.