ফিরে দেখাঃ হেনরি বার্গসন by ইমরান রহমান

বিশ্রুত ফরাসি দার্শনিক হেনরি বার্গসন ১৮৫৯ সালের ১৮ অক্টোবর প্যারিসে জন্মগ্রহণ করেন। বিশ শতকের প্রথমার্ধে তার প্রভাব ছিল অপরিসীম। ১৯২৭ সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। ইস্লদি বংশোদ্ভূত বাবা-মা মাইকেল বার্গসন এবং ক্যাথেরিন লেভিসনের ঘরে তার জন্ম হয়। বার্গসনের জন্মের পর কয়েক বছর তাদের পরিবারটি লন্ডনে থাকে। তার বয়স ৯ বছর পূর্ণ হওয়ার আগেই পিতামাতা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফদ্ধান্সে চলে যান।

বার্গসন পরবর্তীকালে ফদ্ধান্সের নাগরিকত্ব লাভ করেন। প্যারিসের লিসি ফন্টেইন স্কুলে তিনি পড়াশোনা করেন ১৮৬৮ থেকে ১৮৭৮ সাল পর্যন্ত। প্রাথমিকভাবে তিনি যে ধর্মীয় বিষয়ে পড়াশোনা করেন সেগুলোর ওপর পরবর্তী সময়ে তার বিশ্বাস অটুট থাকেনি। পরে এই ধর্মীয় চিন্তাধারা থেকেই তিনি থিওরি অব ইভলিউশন বা বিবর্তনমূলক তত্ত্বের অবিষ্কার করেন। এই তত্ত্ব অনুযায়ী মানুষ ও অন্যান্য কাছাকাছি শ্রেণীর স্তন্যপায়ী প্রাণী মূলত একই বংশোদ্ভূত।
১৮৯১ সালে তিনি বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক মার্শেল প্রুদ্ধের জ্ঞাতি বোনকে বিয়ে করেন। ১৯৪১ সালের ৪ জানুয়ারি তিনি প্যারিসে পরলোকগমন করেন।

No comments

Powered by Blogger.