পাপান্দ্রুর গণভোটের পরিকল্পনা মন্ত্রিসভায়

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঋণ প্যাকেজের ওপর গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রুর বিতর্কিত গণভোটের পরিকল্পনা সর্বসম্মতভাবে অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। ডিসেম্বরে এই গণভোট হতে পারে।
গত মঙ্গলবার রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠকে পাপান্দ্রু বলেন, গণভোটের মাধ্যমে ইউরোজোনের সহযোগীদের দাবি করা ব্যয়সংকোচন ব্যবস্থা সম্পর্কে ‘পরিষ্কার ম্যান্ডেট’ পাওয়া যাবে।
গতকাল বুধবার ফ্রান্সে ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রুর।
এদিকে কাল শুক্রবার পার্লামেন্টে গুরুত্বপূর্ণ আস্থা ভোটের মুখোমুখি হচ্ছে গ্রিক সরকার।
অন্যদিকে ক্ষমতাসীন পাসোক পার্টির একজন পার্লামেন্ট সদস্য পদত্যাগ করেছেন। এই পদত্যাগের ফলে পার্লামেন্টে ক্ষমতাসীন দলের আসন সংখ্যা বিরোধী দলের চেয়ে এখন মাত্র দুটি বেশি। এরই মধ্যে দলের ছয়জন শীর্ষস্থানীয় সদস্য পাপান্দ্রুকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
মন্ত্রিসভার বৈঠকে পাপান্দ্রু বলেন, জনগণের সম্মতির দরকার সরকারের। সাত ঘণ্টার বৈঠকের পর সরকারের মুখপাত্র এলিয়াস মোসিয়ালোস বলেন, মন্ত্রিসভা সমর্থন ব্যক্ত করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী হারিস কাসতানিদিস সরকারি টেলিভিশনকে বলেন, ডিসেম্বরের মধ্যে গণভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

No comments

Powered by Blogger.