মুখোমুখি প্রতিদিন-নেপালেও ভালো করার আশা রাখি

ঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাল জাতীয় দলকে রুখে দিয়েছে শেখ জামাল। বাংলাদেশ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা আসন্ন লিগের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১০ নভেম্বর সাফল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট খেলতে যাচ্ছে নেপালে। শেখ জামালের আসন্ন মৌসুমের ভাবনা ও নেপালের টুর্নামেন্টে তাদের লক্ষ্যের কথা জানতেই কালের কণ্ঠ স্পোর্টস মুখোমুখি হয়েছিল কোচ সাইফুল বারী টিটুরকালের কণ্ঠ স্পোর্টস : জাতীয় দলের সঙ্গে খেলল আজ (কাল) শেখ জামাল। কেমন মনে হলো দলটিকে?


সাইফুল বারী টিটু : আমরা বেশ কিছুদিন আগে থেকেই প্র্যাকটিস শুরু করেছিলাম। তবে তখনকার প্র্যাকটিসে কোনো লক্ষ্য ছিল না। গত দুই সপ্তাহ ধরে শেখ জামাল আবারও প্র্যাকটিস করছে। নেপালের পোখরায় (সাফল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট) আমরা একটা টুর্নামেন্ট খেলতে যাব। আজ (কাল) জাতীয় দলের সঙ্গে ম্যাচ খেললাম। ম্যাচটি খেলায় আমাদের খুব লাভ হয়েছে। সব মিলিয়ে প্র্যাকটিস একদম খারাপ হয়নি। তবে ঈদ পড়ে যাওয়াতে এখন একটু সমস্যা হয়ে গেল।
প্রশ্ন : দুই সপ্তাহ মাত্র প্র্যাকটিস করার সুযোগ পেয়েছেন। এ কদিনের প্রস্তুতিতে কি ভালো করা সম্ভব?
টিটু : আগে থেকে বলতে পারছি না কি হবে। শুনেছি সেখানে আমাদের (সমুদ্রপৃষ্ঠ থেকে) তিন হাজার ফুট উঁচুতে খেলতে হবে। এ কারণে সেখানে আমাদের হয়তো একটু সমস্যা হবে। এ ছাড়া সেখানে একটু ঠাণ্ডাও থাকবে। তার পরও ভালো কিছুর প্রত্যাশা করছি। দলে সাতজন বিদেশি ফুটবলার রয়েছে। শুনেছি সবাইকেই খেলানোর সুযোগ পাব। এখন দেখার বিষয় কে কেমন করে।
প্রশ্ন : তাহলে কি প্রতিপক্ষ দলের চেয়ে আবহাওয়া নিয়েই আপনি বেশি চিন্তিত?
টিটু : অবশ্যই, কারণ সি লেভেলে আমাদের অনেক সমস্যা হয়। সেখানে অঙ্েিজন একটু কম থাকে।
প্রশ্ন : প্রতিপক্ষ দল সম্পর্কে কতটা জেনেছেন?
টিটু : নেপালের ৯টা দল খেলবে এ টুর্নামেন্টে। এদের মধ্যে আটটা দলই পেশাদার ফুটবল খেলে। ভারতের একটি দলও অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। অন্য দলটি ভুটানের। সুতরাং প্রতিপক্ষ খুব একটা খারাপ হবে না।
প্রশ্ন : শেখ জামালের কোন কোন বিভাগে সমস্যা আছে বলে আপনি মনে করেন?
টিটু : ফিনিশিংয়ে একটু সমস্যা আছে। এ ছাড়া জাতীয় দলের বিপক্ষে ডিফেন্ডাররা ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেনি। আমি মনে করি এটাও আমাদের বড় একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এখনো দল নিয়ে আমার কিছু কাজ করতে হবে। এ ধরনের ম্যাচ খেললেই কিন্তু বোঝা সম্ভব কোন কোন বিভাগে কী কী সমস্যা আছে।
প্রশ্ন : আসন্ন লিগে নিজের দল নিয়ে আপনার প্রত্যাশা কতটুকু?
টিটু : চারজন বিদেশি নিয়েই আমরা মাঠে নামব। লড়াই করব এই নিশ্চয়তা দিতে পারি। তবে শিরোপা জয়ের ব্যাপারে এখনই কোনো কথা বলতে পারব না।
প্রশ্ন : জাতীয় দলকে কেমন মনে হলো?
টিটু : জাতীয় দল একেবারে খারাপ খেলেনি। তবে মনে হয়েছে ফিটনেসের একটু ঘাটতি আছে। সবাই একত্রে প্র্যাকটিস করার সময় পায়নি। তবে এ নিয়ে চিন্তার কিছু নেই। হাতে এখনো এক মাসের মতো সময় আছে।

No comments

Powered by Blogger.