ফরাসি পত্রিকার কার্যালয়ে বোমা হামলা ও আগুন

মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে অবমাননা করায় ফ্রান্সের একটি সাপ্তাহিক পত্রিকার একাধিক কার্যালয়ে হামলা হয়েছে। এসব কার্যালয়ে বোমা হামলার পাশাপাশি আগুন লাগানো হয়। এ ছাড়া পত্রিকাটির ওয়েবসাইটও হ্যাক করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে ওই পত্রিকার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শার্লি হেব্দো নামের ওই ব্যঙ্গ পত্রিকা গতকাল বুধবার ‘আরব বসন্ত’ নিয়ে একটি বিশেষ সংস্করণ প্রকাশ করে। ওই সংস্করণে মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে ‘অতিথি সম্পাদক’ হিসেবে উল্লেখ করা হয় এবং তাঁর একটি ব্যঙ্গচিত্র (কার্টুন) ছেপে নিচে লেখা হয়: ‘না হাসলে ১০০ চাবুক মারা হবে।’
ফ্রান্সের সরকারি কর্মকর্তারা এ হামলার নিন্দা জানিয়ে পত্রিকাটিকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা আমাদের দেশে একটি পবিত্র ব্যাপার এবংবিষয়টি সুরক্ষিত রাখার জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Powered by Blogger.