ম্যাচ পাতানো নিয়ে আফ্রিদি বললেন-শুধু পাকিস্তানই নয়...

স্পট ফিক্সিংয়ের জড়িত থাকার অপরাধে তিন পাকিস্তানি ক্রিকেটার এখন লন্ডনের কারাগারে। ক্রিকেট ইতিহাসে যা নজিরবিহীন ঘটনা। সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমেরের কারাদণ্ডের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ক্রিকেট বিশ্বে। স্পট ফিক্সিংয়ের সময় 'ক্লিন ম্যান' হিসেবে পরিচিতি পাওয়া পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেন, 'ক্রিকেট দুর্নীতি শুধু পাকিস্তানেই নয়, অন্য দেশগুলোও এর সঙ্গে জড়িত। তবে অন্য দেশগুলোর ক্রিকেট বোর্ডের একটা নির্দিষ্ট নীতি রয়েছে। দুর্নীতির এসব ঘটনা ফাঁস হওয়ার আগেই তা ধামাচাপা দিয়ে দেয় তারা। যে কারণে সেসব প্রকাশ হয় না কখনও।'


সাবেক তিন সতীর্থের কারাদণ্ডের খবরে মর্মাহত হয়েছেন আফ্রিদিও। গতকাল এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আফ্রিদি বলেন, 'পাতানো ম্যাচের সঙ্গে শুধু পাকিস্তানি ক্রিকেটাররাই জড়িত নন, অন্য দেশের ক্রিকেটাররাও এর সঙ্গে জড়িত। তবে তাদের ক্রিকেট বোর্ডের সতর্কতার কারণে তা কখনোই বাইরে বেরিয়ে আসে না।' লন্ডনের রাজকীয় আদালত সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের বিচারক জেরেমি কুকের রায়ে সালমান বাট আড়াই বছর, মোহাম্মদ আসিফ এক বছর এবং মোহাম্মদ আমেরকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিন ক্রিকেটারকেই আদালত থেকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে মোহাম্মদ আমেরকে কারাগারে না নিয়ে নেওয়া হয়েছে পুনর্বাসন কেন্দ্রে। সাবেক অধিনায়ক আফ্রিদি মনে করেন, স্পট ফিক্সিংয়ের ঘটনায় এ শাস্তি অবশ্যই ক্রিকেট বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। 'এটা শুধু পাকিস্তানের জন্যই নয়, পুরো ক্রিকেট বিশ্বের জন্যই উদাহরণ হয়ে থাকবে। এ ঘটনা শুধুমাত্র আমাকেই লজ্জিত করেনি, পুরো দল, জাতি এমনকি পুরো ক্রিকেট বিশ্বকেই কলঙ্কিত করেছে। ভবিষ্যতের ক্রিকেটাররা এ ঘটনা থেকে বড় শিক্ষা পাবে আশা করি।' জুয়াড়িদের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্কের বিষয়ে আফ্রিদি বলেন, 'কে জুয়াড়ি, এ বিষয়টা সব সময় চিহ্নিত করা কঠিন। কারণ কারও চেহারায় তো এটা আর লেখা থাকে না! বিশেষ করে যখন তারা ক্রিকেটার, ম্যানেজার কিংবা কোনো কর্মকর্তার বন্ধু হয়ে যান, তখন তো তাদের চিহ্নিত করা খুবই কঠিন ব্যাপার।' তিন ক্রিকেটার সম্পর্কে আফ্রিদি বলেন, 'তারা তিনজন আমার ছোট ভাইয়ের মতো। যখন আমি টেস্ট থেকে অবসর নিই, তখন সালমান বাট নেতৃত্বে আসতে সক্ষম হন।' কীভাবে পাকিস্তান ক্রিকেট থেকে দুর্নীতি দূর করা সম্ভব? জানতে চাইলে আফ্রিদি ভারতের উদাহরণ দিয়ে বলেন, 'ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়রা যদি আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পান, তাহলে দুর্নীতি অনেকখানি কমে যাবে।'

No comments

Powered by Blogger.