কুমিল্লায় তুচ্ছ ঘটনায় যুবক খুন, আরো এক যুবকের লাশ উদ্ধার

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. মোশারফ হোসেন (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনায় নিহতের ভাই কুমিল্লা সার্ভে ইনস্টিটিউটের ছাত্র মো. মহিউদ্দিন (১৭) আহত হয়। মোশারফ ওই গ্রামের আবদুল মজিদ মেম্বারের ছেলে এবং বরকইট বাজারের ব্যবসায়ী। গতকাল দুপুর ২টায় ঘটনাটি ঘটে। ঘটনার পর মো. জসিম উদ্দিন পালিয়ে যায়।আহত মহিউদ্দিন জানান, গতকাল জুমার নামাজ শেষে চান্দিনার বরকইট ভূইয়া বাড়ির মসজিদ থেকে বের হওয়ার সময় একই রকম জুতা পাল্টাপাল্টি হওয়াকে কেন্দ্র করে ওই গ্রামের সাবেক সেনা সদস্য মো. জসিম উদ্দিন মোশাররফ হোসেনকে মারধর করে।


খবর পেয়ে ছোট ভাই মহিউদ্দিন ঘটনাস্থলে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই জসিম উদ্দিন, তাঁর স্ত্রী ও ছেলে রাম দা, ছুরি ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় জসিম ছুরি দিয়ে মোশারফকে আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা দুই ভাইকে আহত অবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আহাম্মদ কবির মোশারফকে মৃত ঘোষণা করেন। চান্দিনা থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোর্শেদ জানান, তিনি ঘটনাটি শুনেছেন। প্রকৃত ঘটনা জানতে একজন এসআইকে সেখানে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এদিকে গতকাল সকাল ১০টায় দাউদকান্দি গোমতী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে দাউদকান্দি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন দাউদকান্দি গোমতী নদীর তীরে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

No comments

Powered by Blogger.