ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ইসরায়েল

ইসরায়েল গতকাল বুধবার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েল হামলা করতে পারে—এমন আশঙ্কার মুখে এই পরীক্ষা চালানো হলো।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পালমাছিম ঘাঁটি থেকে রকেটচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। অনেক আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় এর পরিকল্পনা করে। পূর্বঘোষিত সময় অনুযায়ী পরীক্ষাটি চালানো হলো।
দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত এই ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা ওই ক্ষেপণাস্ত্রের ধরন সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ইসরায়েল রেডিওর এক প্রতিবেদক বলেন, এটি ছিল আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র।
মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ইসরায়েলকে গণ্য করা হয়। দেশটি ২০০৮ সালে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়।

No comments

Powered by Blogger.