গুলশান ক্লাবের পেসিও হলে এলএফএমইএবির কর্মশালা

লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে বুধবার গুলশান ক্লাবের পেসিও হলে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন এলএফএমইএবি সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর। বাণিজ্য সচিব গোলাম হোসেন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার এবং লেদার সেক্টর বিজনেস্ প্রমোশন ফাউন্ডেশনের সমন্বয়ক ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার।


এছাড়াও সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিদেশি ক্রেতাসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালার প্রধান উদ্দেশ্য ছিল বিদেশি ব্র্যান্ড ক্রেতা এবং বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় এবং ব্যবসা ও বিনিয়োগ প্রসারের একটি কর্মকৌশল প্রণয়ন করা। এলএফএমএবির সভাপতি নাসিম মঞ্জুর চামড়াজাত পণ্য ও জুতাশিল্পের বর্তমান অবস্থা এবং সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, গত ২ বছরে চামড়াজাত পণ্য ও জুতা রফতানিতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। এ শিল্পের ৯০ ভাগ কাঁচামাল দেশেই পাওয়া যায় এবং উৎপাদিত পাকা চামড়ার মাত্র ৫০ ভাগ দেশে জুতা ও অন্যান্য পণ্য তৈরিতে ব্যবহৃত হচ্ছে। কাজেই চামড়াজাত পণ্য ও জুতাশিল্পের প্রসার দ্বিগুণ করা সম্ভব। কর্মশালায় মার্কস অ্যান্ড স্পেন্সার, সেলিও, কেরিফোর, গ্রুপ কেসিনো, লিঅ্যান্ডফ্যাং, টেক্স সার্ভিস, টেমাসহ বিদেশি নামিদামি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ইউএসএইড, জাইকা, জেটরা, কটরা, টাইট্রা, ক্যাটালিস্ট, ইউনিডো, আইএলওর মতো উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বিনিয়োগ বোর্ড, রফতানি উন্নয়ন ব্যুরো, বেপজার শীর্ষস্থানীয় কর্মকর্তাসহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা। সংবাদ বিজ্ঞপ্তি।

No comments

Powered by Blogger.