সহিংসতা রোধে হন্ডুরাসের প্রধান প্রধান শহরে সেনা মোতায়েন

সন্ত্রাসীদের সহিংস কর্মকাণ্ড মোকাবিলা করতে হন্ডুরাস সরকার দেশটির প্রধান প্রধান শহরে কয়েক শ সেনা মোতায়েন করেছে। রাজধানী তেগুচিগালপা ও উত্তরাঞ্চলীয় শহর সান পেদ্রো সুলায় প্রথম সেনা মোতায়েন করা হয়।
গত সোমবার দেশটির প্রেসিডেন্ট পোরফিরিও লোবো পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কমান্ডারকে বরখাস্ত করেন। হত্যার দায়ে অভিযুক্ত চার কর্মকর্তার মুক্তি এবং তাঁদের পালিয়ে যাওয়ার ঘটনায় ওই কমান্ডারদের বরখাস্ত করা হয়। দুজন ছাত্রকে হত্যার দায়ে অভিযুক্ত চার কর্মকর্তার মুক্তিতে জনরোষের সৃষ্টি হয়।

No comments

Powered by Blogger.