পাঁচ রাজ্যে কংগ্রেসবিরোধী প্রচার চালাবেন আন্না

শীতকালীন অধিবেশনে জনলোকপাল বিল পাস না হলে পাঁচটি রাজ্যের নির্বাচনে কংগ্রেসবিরোধী প্রচারণা চালাবেন বলে জানিয়েছেন ভারতের গান্ধীবাদী বর্ষীয়ান সমাজকর্মী আন্না হাজারে। তার কংগ্রেসবিরোধী প্রচার সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হলেও তিনি এ প্রচার চালাবেন বলে জানিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস।আন্না হাজারে জানান, বিলটি পাস না হলে উত্তরাখণ্ড, মনিপুর, গোয়া, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসবিরোধী প্রচার চালানো হবে। গতকাল শুক্রবার তিনি বলেন, কে কী বলে বলুক, আমি কংগ্রেসের বিরুদ্ধে প্রচার চালাব।


যারা এ বিলটি পাস করবে না, প্রচারণা তাদের বিরুদ্ধে। এখন কংগ্রেস যদি এ বিল পাস না করে তবে তাদের বিরুদ্ধে প্রচার চালানো হবে। আমাদের উদ্দেশ্য বিলটি পাস করা। রাজঘাটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিজেপি ক্ষমতায় থাকলে তিনি বিজেপির বিরুদ্ধেও একই প্রচার চালাতেন কি না_ এমন প্রশ্নের জবাবে আন্না বলেন, এখানে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে কোনো পার্থক্য নেই। আর আমি বিজেপির পক্ষেও কোনো প্রচার চালাচ্ছি না। তিনি বলেন, বিলটি পাস না হলে আমি প্রথমে তিন দিনের অনশন পালন করব। এরপর দেশব্যাপী সফর করব। তার পরই পাঁচ রাজ্যে কংগ্রেসবিরোধী প্রচার চালানো হবে। উল্লেখ্য, এর আগে হিসারের উপনির্বাচনে কংগ্রেসবিরোধী প্রচার চালিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন আন্না। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি রাজনীতিতে জড়িয়ে পড়ছেন। এ সময় তার দলের দুই শীর্ষ সদস্য কমিটি থেকে বেরিয়ে যান। এ বিষয়ে আন্না বলেন, আমরা সরকারকে অস্থিতিশীল অবস্থার মধ্যে ফেলতে চাই না। কিন্তু স্পষ্ট বার্তা দিতে চাই_ জনলোকপাল বিল পাস হতেই হবে। তা না হলে আমাদের আন্দোলন চলতেই থাকবে। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠির বিষয়ে বলা হলে আন্না বলেন, এ চিঠি সরকারকে কোনো প্রকার চাপে ফেলতে কিংবা হুমকি দিতে নয়; শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য চিঠিটি পাঠানো হয়েছে।

No comments

Powered by Blogger.