চামড়া কিনে বিপাকে সিলেটের ব্যবসায়ীরা, ক্ষতির আশঙ্কা

কোরবানির পশুর চামড়া কিনে এবার বিপাকে পড়েছেন সিলেটের চামড়া ব্যবসায়ীরা। ঢাকার ট্যানারি মালিকরা চামড়া দাম কম বলায় তাঁরা বিপাকে পড়েছেন। ব্যবসায়ীদের অভিযোগ, তাঁরা যে দামে চামড়া কিনেছেন, ট্যানারি মালিকরা তার চেয়েও দাম কম দিতে চাচ্ছেন। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা।ব্যবসায়ীরা আরো অভিযোগ করেন, গতবারের মতো এবারও সিলেটে কোরবানি হওয়া পশুর অর্ধেক চামড়াই সীমান্ত দিয়ে পাশের দেশে পাচার হয়ে গেছে।


একটি দালালচক্র আড়তদারদের কাছে চামড়া আসার আগেই মধ্যপথে কিনে নিয়ে এবং তাদের লোক দিয়ে বিভিন্ন গ্রাম ও মাদ্রাসা থেকে সংগ্রহ করে ট্রাকবোঝাই করে পাচার করে দিয়েছে। চামড়া পাচার রোধে ঈদের আগে পুলিশ প্রশাসন যে প্রতিশ্রুতি দিয়েছিল সে অনুযায়ী ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এমনকি দালালরা যখন নগরীর বিভিন্ন স্থানে ট্রাকবোঝাই করে চামড়া নিয়ে যাচ্ছিল, সেই তথ্য জানানোর পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
সিলেট শাহজালাল চামড়া ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান শেখ শামীম আহমদ জানান, প্রতিবছর সিলেট অঞ্চলে প্রায় দেড় লাখ পশু কোরবানি হয়। এবার কোরবানি তুলনামূলক কম হয়েছে। সেই হিসাব অনুযায়ীও সিলেটের আড়তদারদের কাছে চামড়া আসেনি। তিনি বলেন, 'আমাদের কাছে অর্ধেকের মতো চামড়া এসেছে। বাকি চামড়া মধ্যপথ থেকে দালালরা কিনে নিয়েছে। তারা হয়তো সরাসরি ঢাকায় বিক্রি করেছে অথবা পাশের দেশ ভারতে পাচার করে দিয়েছে।'
সমিতির সহসভাপতি মোহাম্মদ শাহীন বলেন, 'আমরা যে দামে চামড়া কিনেছি, ঢাকার ট্যানারি মালিকরা সেই কেনা দামের চেয়েও কম দাম দিতে চাচ্ছেন। এ ছাড়া চামড়া লবণজাত করে ঢাকায় বিক্রি করার আগ পর্যন্ত আমাদের অনেক খরচ আছে। ট্যানারি মালিকরা দাম না বাড়ালে সিলেটের চামড়া ব্যবসায়ীরা এবার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে বলে জানান তিনি।'

No comments

Powered by Blogger.