হামলা হলে পূর্ণ শক্তিতে প্রত্যাঘাত হবে :খামেনি

রানে কোনো প্রকার সামরিক আগ্রাসন চালানো হলে পূর্ণ সামরিক শক্তির মাধ্যমে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে_ জাতিসংঘের এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ইসরায়েল বলেছে, আর্ন্তজাতিক সম্প্রদায়কে দ্রুত ইরানের পরমাণু কার্যক্রম থেকে বিরত রাখার পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসরায়েলের এ বক্তব্যের জবাবে খামেনি বলেন, ইরানে কোনো প্রকার সামরিক হামলার চেষ্টা করা হলে আমাদের সেনাবাহিনী বসে থাকবে না।


আমরা আমাদের সমগ্র সামরিক শক্তি নিয়ে শত্রুদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। তেহরান মিলিটারি কলেজে দেওয়া এক ভাষণে খামেনি এসব কথা বলেন। তিনি বলেন, যে কেউ যদি ইরানের ওপর হামলার চেষ্টা করে তবে তাদের মনে রাখতে হবে, রেভ্যুলেশনারি গার্ড এবং বাসিজের (মিলিশিয়া) মুখোমুখি হতে হবে। তিনি বলেন, আমার এই বার্তা মূলত ইরানের শত্রু আমেরিকা, ইসরায়েল ও সাম্রাজবাদীদের জন্য। উল্লেখ্য, গত বুধবার জাতিসংঘের পরমাণু বিষয়ক প্রতিষ্ঠান আইএইএ এক প্রতিবেদনে জানায়, ইরান পরমাণু বোমা উৎপাদনের চেষ্টা চালাচ্ছে বলে শক্ত প্রমাণ তাদের কাছে রয়েছে। তবে ইরান ওই প্রতিবেদন অস্বীকার করে এটা মার্কিনিদের অযৌক্তিক দাবির প্রতি সমর্থন বলে অভিযোগ করে। এদিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর ইঙ্গিত দিয়েছে পশ্চিমা জোট।

No comments

Powered by Blogger.