ব্রিটিশ কর্মকর্তাদের আশঙ্কা-দুই মাসের মধ্যেই ইরানে হামলা চালাবে ইসরায়েল

রানের পরমাণু স্থাপনাগুলোতে আগামী দুই মাসের মধ্যে ইসরায়েল হামলা চালাবে বলে আশঙ্কা করছেন ব্রিটেনের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল গতকাল বৃহস্পতিবার কয়েকটি সরকারি সূত্রের বরাত দিয়ে জানায়, ওপরের মহল ধারণা করছে, যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা নিয়ে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোকে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাবে।তবে ইরান বলেছে, তাদের ওপর কোনো হামলা হলে তা সর্বশক্তি দিয়ে মোকাবিলা করা হবে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন।


ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে দূরে রাখতে হামলা চালাতে পারে ইসরায়েল। সেই 'সময়ও খুব দ্রুত' আসবে বলে মনে করেন ওই কর্মকর্তা। তিনি বলেন, 'আমরা মনে করি, বড়দিনের আগেই হয়তো একটা কিছু ঘটে যাবে। আর নয়তো নতুন বছরে (হামলা) হতে পারে।'
এর আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ গত মঙ্গলবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ইরান সম্পর্কিত প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ওই প্রতিবেদনে বলা হয়, তেহরান পরমাণু অস্ত্র তৈরির ব্যাপারে কাজ করেছে। তারা এমন কতগুলো উপকরণ তৈরি করছে, যা পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। যদিও ইরানের দাবি, শান্তিপূর্ণভাবে জ্বালানি উৎপাদনের জন্যই তারা পরমাণু প্রকল্প নিয়ে কাজ করছে। হেগ বলেন, ইরানের দাবি যে 'পুরোপুরি ভিত্তিহীন', এ প্রতিবেদন থেকেই তা প্রমাণিত।
আইএইএর সদস্য ৩৫ রাষ্ট্রের কয়েকটি কাছ থেকে পাওয়া গোয়েন্দা তথ্য, তাদের নিজেদের গবেষণা এবং ইরানের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়। এতে বলা হয়, ২০০৩ সাল থেকেই পরমাণু অস্ত্র তৈরির জন্য অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে ইরান। ইরানের ধারাবাহিক পরীক্ষা, সরঞ্জাম ও প্রযুক্তি সংগ্রহের প্রচেষ্টার বিষয়গুলো উল্লেখ করে এ সিদ্ধান্তে পেঁৗছে তারা। হেগ বলেন, আসন্ন আইএইএর বৈঠকে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরো বাড়ানোর চেষ্টা করা হবে।
ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষার জন্য ইতিমধ্যেই জাতিসংঘ তাদের ওপর চার দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও পৃথক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।
আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল বলেছেন, ইরানে হামলা বা সামরিক অভিযানের হুমকি দেওয়া হলে তেহরান তা 'সর্বশক্তি দিয়ে মোকাবিলা' করবে। তেহরানের সামরিক কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি আরো বলেন, শত্রুদের বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তাদের ইহুদি সাগরেদের (ইসরায়েল) জানা উচিত, অন্য দেশে অভিযান চালানো ইরানের স্বভাব নয়।'
এদিকে এত জল্পনা-কল্পনার মধ্যেই গত বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হয়ে ওঠা থেকে ইরানকে থামাতে হবে। আইএইএর প্রতিবেদন প্রকাশের পর এ হুঁশিয়ারি দিলেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, 'ইরানের এ পরমাণুবিষয়ক উচ্চাকাঙ্ক্ষা মধ্যপ্রাচ্য ও বিশ্ব শান্তিকে হুমকির মুখে ফেলবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এর সমাপ্তি ঘটাতে হবে।'
সূত্র : এএফপি, হারেৎজ।

No comments

Powered by Blogger.