শিশু ফারজানা হত্যা মামলা- মূল আসামি নয়, পুলিশ ধরছে সন্দেহভাজনকে!

চার দিনেও রাজধানীর মিরপুরে ধর্ষণের পর শিশু ফারজানা আক্তার হত্যার অভিযোগের ঘটনায় মামলার আসামি কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এজাহারে নাম নেই এমন দুই নারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, এ ঘটনায় জড়িত সন্দেহে শিল্পী বেগম (৪৫) ও শিউলি আক্তার (২০) নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শিল্পী এজাহারভুক্ত আসামি রাজুর মা। শিউলি রাজুর স্ত্রী। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, গত সোমবার ওই মামলায় সন্দেহভাজন হিসেবে দুই নারীকে গ্রেপ্তার করে আদালতে চালান দেওয়া হয়। তাঁরা কারাগারে আছেন। মামলার এজাহারের মূল আসামিরা পলাতক। তাঁদের অচিরেই গ্রেপ্তার করা হবে।
তবে এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, তাঁরা মূল আসামিদের গ্রেপ্তারে পুলিশের মধ্যে কোনো তৎপরতা দেখেননি।
গত শুক্রবার বিকেলে মিরপুরের শাহ আলী থানার ঝিলপাড় বস্তির এক বাসা থেকে ১০ বছরের শিশু ফারজানা আক্তারের (চাঁদনী) লাশ উদ্ধার করে পুলিশ। ফারজানার মা নার্গিস আক্তারের অভিযোগ, ঝিলপাড় বস্তির কয়েকজন তাঁর মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে।

No comments

Powered by Blogger.