‘আফগান সেনার’ গুলিতে ব্রিটিশ সেনা নিহত



আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে গত সোমবার গুলিতে এক ব্রিটিশ সেনা নিহত হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষাবিষয়ক কর্মকর্তারা জানান, আফগান সেনাবাহিনীর একজন সদস্যের গুলিতে ওই ব্রিটিশ সেনা নিহত হয় বলে সন্দেহ করা হচ্ছে।
তালেবান দাবি করেছে, তাদের এক সদস্যের গুলিতে ওই ব্রিটিশ সেনা নিহত হয়। ওই বন্দুকধারী প্রথমে আফগান সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। পরে ব্রিটিশ সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই ব্রিটিশ সেনার মৃত্যু হয়।
হামলার পর হেলমান্দ টাস্কফোর্সের মুখপাত্র মেজর লরেন্স রোচি বলেন, ‘২৮ ইঞ্জিনিয়ার রেজিমেন্টের একজন সদস্যের মৃত্যুর খবর জানানো আমার জন্য বেদনাদায়ক।’
লরেন্স রোচি বলেন, ‘রয়্যাল ইঞ্জিনিয়ার্স ও টাস্কফোর্সের প্রত্যেক সদস্যের জন্য এটা খুবই বাজে একটা দিন। নিহত সেনা সদস্যের পরিবার ও বন্ধুদের প্রতি আমরা সমবেদনা জানাই।’
হামলার পর ওই বন্দুকধারীকেও গুলি করে হত্যা করা হয়। তাঁর মৃত্যুর বিষয়টি পরিবারকে জানানো হয়েছে। এদিকে ঘটনার পরপরই তালেবানের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ কর হয়। এতে বলা হয়, ওই হামলার পেছনে তালেবানের হাত রয়েছে। বিবিসি।

No comments

Powered by Blogger.