চার দিনেও রাজধানীর মিরপুরে ধর্ষণের পর শিশু ফারজানা আক্তার হত্যার অভিযোগের ঘটনায় মামলার আসামি কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এজাহারে নাম নেই এমন দুই নারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনায় জড়িত সন্দেহে শিল্পী বেগম (৪৫) ও শিউলি আক্তার (২০) নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শিল্পী এজাহারভুক্ত আসামি রাজুর মা। শিউলি রাজুর স্ত্রী। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, গত সোমবার ওই মামলায় সন্দেহভাজন হিসেবে দুই নারীকে গ্রেপ্তার করে আদালতে চালান দেওয়া হয়। তাঁরা কারাগারে আছেন। মামলার এজাহারের মূল আসামিরা পলাতক। তাঁদের অচিরেই গ্রেপ্তার করা হবে। তবে এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, তাঁরা মূল আসামিদের গ্রেপ্তারে পুলিশের মধ্যে কোনো তৎপরতা দেখেননি। গত শুক্রবার বিকেলে মিরপুরের শাহ আলী থানার ঝিলপাড় বস্তির এক বাসা থেকে ১০ বছরের শিশু ফারজানা আক্তারের (চাঁদনী) লাশ উদ্ধার করে পুলিশ। ফারজানার মা নার্গিস আক্তারের অভিযোগ, ঝিলপাড় বস্তির কয়েকজন তাঁর মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে।

রাজনৈতিক অঙ্গনে যেমন বিরোধী দল, সামাজিক ক্ষেত্রে তেমনি প্রান্তিক জনগোষ্ঠী বৈষম্যের শিকার হয়। বিরোধী দল বৈষম্যের শিকার হয় রাজনৈতিক ক্ষমতার অভাবে। প্রান্তিক জনগোষ্ঠীকে বৈষম্যের দিকে ঠেলে দেয় আর্থসামাজিক অবস্থা।
এসব কথা বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘প্রান্তিক জনগোষ্ঠীর মর্যাদা প্রতিষ্ঠায় বৈষম্য নিরোধ আইনের প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় বেসরকারি সংস্থা ফেয়ার ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ যৌথভাবে ওই সেমিনারের আয়োজন করে।
মিজানুর রহমান বলেন, প্রান্তিক জনগোষ্ঠী জীবনের বাঁকে বাঁকে বৈষম্যের শিকার হয়। বিরোধী দলের বৈষম্যের শিকার হওয়ার সংস্কৃতি শুরু হয়েছে ’৭৫-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মর্যাদা প্রতিষ্ঠায় আইন প্রণয়নের পাশাপাশি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পরিচালক সারা হোসেন। তিনি বৈষম্যকে সহজে চিহ্নিত করার পরিবেশ তৈরি এবং আলাদা একটি আইন করার সুপারিশ করেন তিনি।
সমাবেশে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেজবাহ কামাল, শেখ হাফিজুর রহমান, শান্তনু মজুমদার, আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি মুকুল সিকদার, মহিলা প্রতিবন্ধী পরিষদের সাবেক সভাপতি উম্মে কুলসুম, সেক্স নেটওয়ার্কার্স নেটওয়ার্কের সভাপতি জয়া সিকদার প্রমুখ বক্তব্য দেন।

No comments

Powered by Blogger.