গ্রামীণফোন চেয়ারম্যান আসছেন আজ

তিন দিনের এক আনুষ্ঠানিক সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন গ্রামীণফোন লি.-এর চেয়ারম্যান এবং এশিয়ায় টেলিনর গ্রম্নপের আঞ্চলিক হেড সিগ্ভি ব্রেকে।
সফরকালে ব্রেকে গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ এবং গ্রামীণফোনের শেয়ারহোল্ডার গ্রামীণ টেলিকমের উর্ধতন কর্মকর্তাগণের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি সরকার, প্রাইভেট সেক্টর এবং গণমাধ্যমের বিভিন্ন উর্ধতন কর্মকর্তার সঙ্গেও সাৰাত করবেন।
ব্রেকে ১৯৯৯ সালে প্রথমে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এবং পরবর্তীতে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে টেলিনর সিঙ্গাপুরে যোগদান করেন। ২০০২-০৫ তিনি ডিট্যাক-এর কো-চীফ এক্সিকিউটিভ অফিসার এবং ২০০৫-০৮ চীফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। টেলিনরে যোগদানের আগে ব্রেকে ১৯৯৩ সালে নরওয়ের প্রতিরৰা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার (স্টেট সেক্রেটারি) হিসেবে কর্তব্যরত ছিলেন এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির জন এফ কেনেডি স্কুল অব গবর্নমেন্টে এ্যাসোসিয়েট রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮-এর সেপ্টেম্বরে তিনি গ্রামীণফোনের চেয়ারম্যান মনোনীত হন। _বিজ্ঞপ্তি।

No comments

Powered by Blogger.