সাতৰীরায় ৬০ জনের বিরম্নদ্ধে চার্জ গঠন- বিডিআর মামলা

 সাতীরা বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত সাতীরার নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়নের ৬০ বিডিআর সদস্যের বিরম্নদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
সোমবার সাতীরার ৪১ রাইফেলস ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরম্ন হলে অভিযুক্তদের বিরম্নদ্ধে বাদী ও প্রসিকিউটর অভিযোগ তুলে ধরেন। আদালত অভিযোগ আমলে নেয়ার পর আসামিদের বিরম্নদ্ধে চার্জ গঠন করা হয়। পরে বাদী ও প্রসিকিউটর আসামিদের বিরম্নদ্ধে অভিযোগ তুলে সা্য দেয়ার পর ৩০ বিডিআর সদস্য আত্মপ সমর্থনে তাদের বক্তব্য তুলে ধরেন। বিকেল ৫টা ২৫ মিনিটে আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়। আজ মঙ্গলবার সকাল ৯টায় আদালত ফের বসবে।
সোমবার বিশেষ আদালতে বিচার কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। এ ছাড়া সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল গাজী মোঃ খালিদ, মেজর লুৎফুল কবীর, এ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি এ্যাডভোকেট খসরম্নজ্জামান, পিপি এ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল ও এ্যাডভোকেট সাঈদুর রহমান।a

No comments

Powered by Blogger.