ধূমপায়ীর সঙ্গে থাকলে স্মৃতি লোপ পায়!

যারা ধূমপান করে না কিন্তু ধূমপায়ীর সঙ্গে থাকে বা তাদের সঙ্গে সময় কাটায়, তাদের স্মৃতিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। নতুন এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। অপ্রতক্ষ্য ধূমপানের সঙ্গে স্মৃতিশক্তির সমস্যার কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে এই প্রথমবারের মতো কোনো গবেষণা করা হয়েছে।


গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের নর্দামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশন ফর ড্রাগ অ্যান্ড অ্যালকোহল রিসার্চ গ্রুপের দুই গবেষক টম হেফারনান ও তেরেন্স ও’নেইল।
গবেষণার জন্য একদল ধূমপায়ীর সঙ্গে অধূমপায়ী দুটি দলের স্মৃতিশক্তির সমস্যার তুলনামূলক পার্থক্য বের করার চেষ্টা করা হয়। অধূমপায়ী দুটি দলের একটির সদস্যরা নিয়মিত ধূমপায়ীদের সঙ্গে থাকে বা তাদের সঙ্গে সময় কাটায়। অপর দলের সদস্যরা ধূমপায়ীদের সঙ্গে থাকে না। পরে স্মৃতিশক্তির পরীক্ষা নিয়ে দেখা যায় যে যারা ধূমপান করে না কিন্তু ধূমপায়ীদের সঙ্গে থাকে বা তাদের সঙ্গে সময় কাটায়, তাদের স্মৃতি অন্যদের তুলনায় ২০ শতাংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পিটিআই।

No comments

Powered by Blogger.