লুট হওয়া নিদর্শন ফিরে পেল আফগানিস্তান

আফগানিস্তান থেকে লুট হওয়া ৮৪৩টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সে দেশের সরকারের কাছে গতকাল রোববার ফিরিয়ে দেওয়া হয়েছে। এ উপলক্ষে রাজধানী কাবুলে অবস্থিত জাতীয় জাদুঘরে গতকাল বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এসব শিল্পকর্মের প্রায় ৭০ শতাংশই নব্বইয়ের দশকে গৃহযুদ্ধ চলাকালে চুরি করে কালোবাজারে চালান করা হয়েছিল। এসবের মধ্যে রয়েছে প্রায় চার হাজার বছরের পুরোনো কিছু পাথরের বুদ্ধমূর্তি ও হাতির দাঁতে কারুকাজ করা অনন্য শিল্পকর্ম। নিদর্শনগুলো আফগানিস্তানকে ফিরিয়ে দেওয়ার পেছনে যুক্তরাজ্যের ব্রিটিশ মিউজিয়াম সহায়তা করেছে। দেশটির সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ কয়েকটি শিল্পকর্ম উদ্ধার করে। এ ছাড়া ব্যক্তিগত সংগ্রহে থাকা অপর কয়েকটি নিদর্শন কেউ কেউ স্বেচ্ছায় ফিরিয়ে দিতে রাজি হন।
কাবুলের জাদুঘর থেকে চুরি যাওয়া এক হাজার ৮০০ বছরের পুরোনো একটি বুদ্ধমূর্তি জাপানে উদ্ধার করা হয়। আফগানিস্তানের প্রত্নতাত্ত্বিকেরা মনে করছেন, এসব শিল্পকর্ম উদ্ধারের ফলে তাঁদের হারানো গৌরব ফিরে এসেছে।
গৃহযুদ্ধকালে আফগানিস্তানের জাতীয় জাদুঘরের দুই-তৃতীয়াংশেরও বেশি নিদর্শন চুরি বা ধ্বংস করা হয়। বিবিসি।

No comments

Powered by Blogger.