রাশিয়ার নৌবহর সিরিয়ায়

রাশিয়ার নৌবহর ‘ফ্লোটিলা’ সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর টারটুসে পৌঁছেছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল রোববার এ খবর দিয়েছে। রাশিয়ার যুদ্ধজাহাজের এই বহর এমন এক সময়ে সিরিয়ায় পৌঁছাল, যখন বিদ্রোহীদের ওপর দমন-নিপীড়নের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার পশ্চিমা ও আরব বিশ্বে ব্যাপক চাপের মধ্যে রয়েছে। সিরিয়ার গণমাধ্যমের ভাষ্যমতে, এটা দামেস্কের প্রতি মস্কোর সংহতির বহিঃপ্রকাশ এবং তা দুই দেশের সম্পর্ক


আর সুদৃঢ় করবে। রাশিয়ার নৌবাহিনীর কর্মকর্তা ইয়াকুশিন ভ্লাদিমির আনাতোলিভিচের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, দেশ দুটিকে আরও কাছাকাছি অবস্থানে নেওয়া এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করাই ছয় দিনের এই ‘পোর্ট কল’-এর মূল লক্ষ্য।
সিরিয়া নিয়ে আরব লিগের মন্ত্রীদের বৈঠক: মিসরের রাজধানী কায়রোতে গতকাল রোববার আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছে। এতে সংগঠনের পর্যবেক্ষকদলের সিরিয়া সফরের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরব পররাষ্ট্রমন্ত্রীরা পর্যবেক্ষকদলকে সিরিয়ায় তাদের পর্যবেক্ষণ অব্যাহত রাখার ব্যাপারে সবুজ সংকেত দেন। মন্ত্রীরা পর্যবেক্ষদের সংখ্যা বাড়ানোর ব্যাপারেও একমত হয়েছেন। বর্তমানে সিরিয়ায় আরব লিগের ১৬৩ জন পর্যবেক্ষক অবস্থান করছেন। এ ছাড়া আরব পররাষ্ট্রমন্ত্রীরা অবিলম্বে সহিংসতা বন্ধের জন্য সিরিয়া সরকারের প্রতি আহ্বান জানান।
সিরিয়ায় সরকারবিরোধীদের ওপর নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান বন্ধে শান্তি পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি দেখতে আরব লিগের পর্যবেক্ষকদল সিরিয়া পরিদর্শন করছে। পর্যবেক্ষকদলটি সিরিয়ায় থাকতেই দেশটিতে রক্তপাত চলছে। তাই আরব লিগের এই উদ্যোগের কঠোর সমালোচনা শুরু হয়েছে। এএফপি, বিবিসি।

No comments

Powered by Blogger.