ফেলানী হত্যার বছরপূর্তি আজ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর নির্মমতার শিকার কাঁটাতারে ঝুলে থাকা ফেলানী হত্যাকাণ্ডের বছরপূর্তি আজ। স্বপ্ন ছিল ফেলানী বিয়ের পিঁড়িতে বসবে। মেহেদি রঙে রাঙা হবে তার ভুবন। কিন্তু বিএসএফ-এর বুলেট সব স্বপ্ন চূড়মার করে দেয়। গত বছর ৭ই জানুয়ারি দেশের উত্তর জনপদ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নির্মমভাবে গুলি করে হত্যা করে ফেলানীকে। সীমান্ত পার হয়ে দেশে ফেরার পথে এদিন কাঁটাতারের বেড়ায় ফেলানীর শাড়ি আটকে যায়। বিএসএফ তা দেখে গুলি করে হত্যা করে ফেলানীকে। মেয়ে হারানোর শোক আজও ভুলতে পারেননি ফেলানীর মা-বাবা। ফেলানীর মা জাহানারা বেগম ও বাবা নূরুল ইসলাম চোখের পানিতে সেই নির্মমতা নিয়েই কাল কাটাচ্ছে নিজভূমে। উল্লেখ্য, ২০১১ সালের ৭ই জানুয়ারি শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে বিএসএফ’র গুলিতে আধাঘণ্টা ধরে ছটফট করে নির্মমভাবে মৃত্যু হয় কিশোরী ফেলানীর। সকাল পৌনে ৭টা থেকে নিথর দেহ কাঁটাতারের ওপর ঝুলে থাকে দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা।

No comments

Powered by Blogger.