লাদেন পাকিস্তানে আছেন জানতাম না :মোশাররফ

ল কায়দা নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানে অবস্থান করতেন_ এমন কোনো তথ্য জানতেন না পারভেজ মোশাররফ। পাকিস্তানের সাবেক এ সেনাশাসক জানান, তার শাসনামলে লাদেন পাকিস্তানে ছিলেন এবং সে কথা তিনি জানতেন_ এ খবর পুরোপুরি মিথ্যা। ইসরায়েলি পত্রিকা হারেৎজকে দেওয়া সাক্ষাৎকারে মোশাররফ এ দাবি করেন। খবর হিন্দুস্তান টাইমস। পারভেজ মোশাররফ বলেন, লাদেন এবোটাবাদের ওই বাড়িতে ছিলেন_ এমন কোনো তথ্য আমি


জানতাম না। তিনি বলেন, 'তারা বলছে, লাদেন ৫ বছর ধরে ওই বাড়িতে বসবাস করছেন। তার মানে, আমি ক্ষমতায় থাকার শেষ দু'বছর লাদেন ওই বাড়িতেই ছিলেন। তবে আমি শতভাগ নিশ্চয়তা দিই, তার অবস্থান সম্পর্কে কোনো তথ্যই আমার জানা ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, তিনি সেখানে কীভাবে এতদিন বসবাস করেছেন? এর দুটি উত্তর, সহায়তা কিংবা গাফিলতি। আমার উত্তরটি হলো, গাফিলতি। খুবই লজ্জাজনক গাফিলতি।'
মোশাররফ বলেন, তার শাসনামলের দু'বছরে লাদেনকে কোনোভাবে সহায়তা করা হয়নি। তার পরবর্তী সরকারও লাদেনকে কোনো সহায়তা করেছে বলে মনে করেন না তিনি। তিনি বলেন, 'ওসামা কোনো ধরনের যোগাযোগ ব্যবস্থা গ্রহণ করতেন না। তার কোনো টেলিফোন লাইনও ছিল না। কোনো প্রতিবেশীও তার সম্পর্কে অবগত ছিলেন না'। তিনি পশ্চিমাদের উদ্দেশে বলেন, তারা বলে যে, বাড়িটি অস্বাভাবিক রকমের বড় ছিল, দেওয়ালগুলোও অনেক উঁচু, যা সন্দেহজনক। কিন্তু তারা জানে না যে, পাকিস্তানের যে কোনো এলাকায় আপনি এমন বাড়ি খুঁজে পাবেন। যুক্তরাষ্ট্রে বাড়ির চারপাশে উঁচু দেয়াল স্থাপনের রীতি না থাকলেও পাকিস্তানে এটা অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেন মোশাররফ।
এদিকে পাকিস্তানে ফিরে নির্বিঘ্নে রাজনীতি চালিয়ে যেতে সৌদি আরবের সমর্থন লাভের জন্য মোশাররফ শিগগির রিয়াদ সফরে যাবেন বলে জানিয়েছে সৌদি কূটনৈতিক সূত্র। এক কূটনীতিক রয়টার্সকে বলেন, পাকিস্তানে ফিরে যেতে সৌদি আরবের সমর্থন চাইতে শিগগির রিয়াদে আসছেন মোশাররফ। উল্লেখ্য, পাকিস্তানে ফিরলেই তাকে বেনজির হত্যা মামলায় জেলে পাঠানো হবে_ এ আশঙ্কা রয়েছে মোশাররফের। তাকে যেন আটক না করা হয় সে জন্য সৌদি আরবের সমর্থন লাভের চেষ্টা চালাচ্ছেন তিনি। সৌদি বাদশাহর সবুজ সংকেত পেলে তিনি ইসলামাবাদে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গত শনিবার বেনজির হত্যা মামলার এক আইনজীবী জানিয়েছেন, দেশে ফিরলেই বেনজির ভুট্টো হত্যা মামলায় মোশাররফকে গ্রেফতার করা হবে। বেনজির ভুট্টোর যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিশেষ সন্ত্রাসবিরোধী আদালত। নিজের দল অল পাকিস্তান মুসলিম লীগ পরিচালনা করতে চলতি মাসের ২৫ বা ২৭ তারিখ পাকিস্তানে ফেরার কথা জানিয়েছেন দুবাই ও লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে থাকা মোশাররফ।

No comments

Powered by Blogger.