কংগ্রেস-সিপিএম মুদ্রার এপিঠ-ওপিঠ :তৃণমূল

ভারতে ক্ষমতাসীন জোটের নেতৃত্বাধীন দল কংগ্রেসের প্রধান শরিক তৃণমূলের চরম শীতল সম্পর্ক বিরাজ করছে। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল নেতা সুব্রত মুখার্জি শনিবার কংগ্রেসকে এক হাত নিয়ে বলেন, তারা প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের মতোই। দল দুটি একই মুদ্রার এপিঠ-ওপিঠ। খবর সিএনএন-বিএন, হিন্দুস্তান টাইমসের। পশ্চিম মেদিনীপুরের লালগড়ে নেতাই হত্যাকাণ্ডের এক বছর পূর্তির স্মরণসভায় সুব্রত মুখার্জি দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার রেশ ধরেই


জোটের নেতৃত্বাধীন শরিকের সমালোচনা করেন। তৃণমূল কংগ্রেস প্রধান মমতা শনিবার বলেছিলেন, কংগ্রেস যদি মনে করে সিপিআইএমকে সঙ্গে নিয়েই তাদের চলবে, তাহলে ওদের জন্য দরজা খোলা আছে। ওরা চলে যেতে পারে। সিপিআইএমকে নিয়ে কাজ করলে তৃণমূলকে পাশে পাবে না কংগ্রেস। তবে মমতার এ কথার জবাব তাৎক্ষণিক কেন্দ্রীয় কংগ্রেস না দিলেও প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেছেন, কারও নির্দেশের অপেক্ষায় কংগ্রেস জোটে নেই। জোট ছেড়ে কংগ্রেস যাবে কি যাবে না, সে নির্দেশ দেবে হাইকমান্ড।
এদিকে নয়াদিলি্ল থেকে কেন্দ্রীয় আইনমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা সালমান খুরশিদ মমতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছেন, এখানে কিছুটা যোগাযোগের অভাব হয়েছে। তিনি বলেন, 'এ বিষয়ে আমাদের আর বেশি কিছু শুনতে পারাটা ঠিক হবে না। আমরা মমতার উদ্বেগ বুঝেছি এবং আমি নিশ্চিত, তিনিও আমাদের বাধ্যবাধকতা বুঝেছেন। আমি মনে করি, আমাদের যোগাযোেেগর মাত্রা আরও বেশি হওয়া প্রয়োজন।'

মূলত, কিছুদিন ধরে কংগ্রেস ও তৃণমূল জোটে টানাপড়েন চলছে। তৃণমূল সম্প্রতি জোট সরকারের বেশকিছু নীতি ও বিলে বাগড়া দিয়েছে। বিশেষ করে সরাসরি বিদেশি বিনিয়োগ এবং লোকপাল বিল তৃণমূলের বিরোধিতার কারণেই এতদিনে হয়নি। এ বিরোধিতা শুরু হয়েছে পশ্চিমবঙ্গ থেকেই। সেখানে রাজ্য সরকার কলকাতার সল্ট লেকে ইন্দিরা ভবনের নাম পরিবর্তনের প্রস্তাব দিলে কংগ্রেস-তৃণমূল বিরোধ শুরু হয়।

No comments

Powered by Blogger.