বার্সেলোনা এখন জাপানে

হাতে সময় খুব বেশি নেই। জাপানে পা দেওয়ার পর মাত্র তিন দিন। এর মধ্যেও একটা দিন লিওনেল মেসিরা পুরোপুরি বিশ্রাম নেবেন। ঘুরে ঘুরে দেখবেন টোকিও শহর, চেখে দেখবেন জাপানি রান্না! হ্যাঁ, কোচ পেপ গার্দিওলা এতটাই ছাড় দিচ্ছেন তাঁর শিষ্যদের। দেখে মনে হবে হয়তো ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে কাতারের আল সাদের বিপক্ষে ম্যাচটা হয়তো খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না বার্সেলোনা! আসলে তা নয়।


গুরুত্ব ঠিকই আছে তবে গত কিছুদিন টানা খেলা আর লম্বা ভ্রমণের ধকলটা সামলে উঠতেই এই গা-ছাড়া ভাব। রবিবার শেষ রাতের দিকে জাপানের টোকিওতে এসে পেঁৗছেছে পেপ গার্দিওলার বার্সেলোনা। এল ক্ল্যাসিকোতে দারুণ এক জয়ের স্মৃতি তখনো তরতাজা। তবে পরদিন বিকেলেই ইয়োকোহামা শহরে তাদের অনুশীলনের সূচিটা আগে থেকেই নির্ধারিত বলে কিছুক্ষণের জন্য সেই স্মৃতি ভুলে নেমে পড়তে হবে নতুন মিশনের পরিকল্পনা সাজাতে। টানা খেলার পর লম্বা ভ্রমণ আর তারপর আবার অনুশীলন। এর ফাঁকে একটুও বিশ্রাম পাননি মেসি-ইনিয়েস্তা আর জাভিরা। সে কারণেই হয়তো কোচ গার্দিওলা বৃহস্পতিবার আল সাদের বিপক্ষে ম্যাচটার আগে অন্তত একটা দিন সম্পূর্ণ বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁর শিষ্যদের, 'আমি তাদের টোকিও শহর ঘুরে দেখার জন্য এক বিকেল সময় দেব। হয়তো আমরা সবাই মিলে জাপানি রান্নাও চেখে দেখতে পারি।' মোটকথা একটা দিন অন্তত একটু গা-ছাড়া ভাবে কাটাতে যাচ্ছেন বার্সেলোনা ফুটবলাররা। এই গা-ছাড়া ভাব কি আবার ম্যাচটা নিয়েও চলে আসবে কিনা? এমন সম্ভাবনাটা অবশ্য একেবারে উড়িয়ে দিয়েছেন বার্সেলোনা কোচ। সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারানোর পর তারা এখন দারুণ আত্মবিশ্বাসী এবং এ আত্মবিশ্বাস নিয়েই বৃহস্পতিবার মাঠে নামবেন বলে জানিয়েছেন গার্দিওলা, 'আমাদের জন্য এ টুর্নামেন্টটা জেতা খুব গুরুত্বপূর্ণ। রিয়ালকে হারানোর পর এটাই এখন আমাদের নতুন লক্ষ্য।' কাতারের আল সাদকে মোটেও সহজ প্রতিপক্ষ হিসেবে ধরে নিচ্ছেন না বলে জানিয়েছেন তিনি, 'আমরা আল সাদের বিপক্ষে আগেও কিছু ম্যাচ খেলেছি। আমার নিজের অনেক স্মৃতি আছে কাতারে। ওদের বিপক্ষে খেলতে পেরে আমরা খুশি এবং জানি যে ম্যাচটা সহজ হবে না।' এএফপি

No comments

Powered by Blogger.