পরিচালকদের শেয়ার ধারণ-৩১ কম্পানি ডিএসইকে তথ্য জানায়নি by নাজমুল আলম শিশির

নির্ধারিত সময় পার হলেও ৩১টি কম্পানি তার পরিচালকদের তথ্য ঢাকা স্টক এঙ্চেঞ্জকে (ডিএসই) জানায়নি। উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণের তথ্য চেয়ে গত ২৩ নভেম্বর পুঁজিবাজারের তালিকাভুক্ত কম্পানিগুলোর কাছে চিঠি পাঠিয়েছিল ঢাকা স্টক এঙ্চেঞ্জ (ডিএসই)। কম্পানির পরিচালকদের মোট শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে যাঁদের কাছে মোট শেয়ারের ৫ শতাংশের বেশি আছে তাঁদের তথ্য চাওয়া হয়েছিল। ১১ ডিসেম্বরের মধ্যে


কম্পানিগুলোকে তথ্য পাঠাতে অনুরোধ জানিয়েছিল ডিএসই। ডিএসইর অনুরোধে সাড়া দিয়ে ২০১টি কম্পানি তথ্য পাঠালেও ৩১টি কম্পানি কোনো তথ্য দেয়নি। ডিএসইর একটি সূত্রে জানা গেছে, এবি ব্যাংক, অ্যাম্বি ফার্মা, ব্রিটিশ আরেকিান টোব্যাকো, বিডি কম অনলাইন, বিকন ফার্মা, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, দুলা মিয়া কটন, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, ইসলামী ইনস্যুরেন্স, কে অ্যান্ড কিউ, মেঘনা সিমেন্ট, মিরাকল লি., মকিল যমুনা, ন্যাশনাল পলিমার, ফার্মা এইড, পাওয়ার গ্রিড, প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স, পূরবী জেনারেল ইনস্যুরেন্স, আরএন স্পিনিং মিলস্, রেকিট বেনকিজার, সাভার রিফেক্টরি, সোনালি আঁশ, স্টাইল ক্রাফট, ইউসিবিএল, ওসমানিয়া গ্লাস এবং উত্তরা ব্যাংক ডিএসইকে তাদের পরিচালকদের শেয়ার ধারণের কোনো তথ্য জানায়নি।
পুঁজিবাজারের তালিকাভুক্ত কম্পানিগুলোর পরিচালকদের সম্মিলিতভাবে মোট শেয়ারের ৩০ শতাংশ এবং এককভাবে ২ শতাংশ ধারণ করার আইন জারি করে নিয়ন্ত্রণ সংস্থা এসইসি আগামী ছয় মাসের মধ্যে পরিচালকদের কোটা পূরণ করার সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে বাজারদরে শেয়ার কিনে উদ্যোক্তা পরিচালকদের কোটা পূরণ
করতে হবে।

No comments

Powered by Blogger.