রতিক্রিয়া- আবার নতুন করে স্বপ্ন দেখতে হবে



নারীমঞ্চে গত ২৬ ডিসেম্বর ‘বিয়ে ভেঙে গেল, দায় কি মেয়ের?’ বাস্তবধর্মী প্রতিবেদনটি প্রকাশের জন্য ধন্যবাদ। শুধু পারিবারিকভাবে ঠিক করা বিয়ের ক্ষেত্রে নয়, প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও এটা ঘটে থাকে। কিন্তু এর সম্পূর্ণ সামাজিক দায়ভার বহন করতে হয় মেয়েটি ও তাঁর পরিবারকে।
মেয়েটির আত্মীয় ও পরিচিত মহল তাঁকে শক্তভাবে সমর্থন তো দূরে থাক, বরং নেতিবাচক সমালোচনায় তৎপর হয়ে ওঠে। অনেককে বলতে শোনা যায়, ‘ওর তো আর ভালো বিয়ে হবে না।’ এমনকি কেবল আংটি বদল হয়ে বিয়ে না হলেও সব তিক্ত প্রশ্নের মুখোমুখি হতে হয় মেয়েটিকে। সামাজিক হয়রানি ও বিরূপ পরিস্থিতির শিকার হয়ে অনেক মেয়ে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেন।
এমতাবস্থায় মেয়েটিকে বোঝাতে হবে, বিয়ে নতুন জীবনে নতুন সম্পর্ক সূচনার একটি ধাপ মাত্র। সেটা ভেঙে যাওয়া মানেই সব শেষ হয়ে যাওয়া নয়। এ ক্ষেত্রে তাঁকে শক্তভাবে দাঁড়ানোর মানসিক সমর্থন দিতে হবে তাঁর পরিবার, নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবকে। তাহলে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করে মেয়েটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব, যাতে তিনি নতুন করে স্বপ্ন দেখার সাহস পান।
মিতা মেহজাবিন
মোহাম্মদপুর, ঢাকা।

No comments

Powered by Blogger.